You will be redirected to an external website

বাড়ির বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আঘাত, হাসপাতালে চিকিৎসাধীন পার্থ

Partha Chatterjee has been admitted to the hospital again. He was granted bail in a recruitment corruption case a few months ago.

হাসপাতালে চিকিৎসাধীন পার্থ

ফের হাসপাতালে ভর্তি হলেন পার্থ চট্টোপাধ্যায়। গত কয়েকমাস আগেই নিয়োগ দুর্নীতি মামলায় জামিন পান। এরপর থেকে নিজেকে বেহালার বাড়িতেই ‘গৃহবন্দি’ রেখেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। জানা যায়, গত বৃহস্পতিবার বাড়ির বাথরুমে পড়ে যান। বাঁ হাতে গুরুতর আঘাত লাগে। ব্যথা ক্রমশ বাড়তে থাকায় শুক্রবারই হাসপাতালে ভর্তি করা হয় পার্থ চট্টোপাধ্যায়কে। জানা গিয়েছে, আপাতত সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।  অবস্থা স্থিতিশীল রয়েছে বলেই হাসপাতাল সূত্রে জানা গিয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেপ্তার হতে হয় প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। ইডি এবং সিবিআই মামলায় জামিন পাওয়ার পর গত ১১ নভেম্বর নিজের বেহালার বাড়িতে ফেরেন। দীর্ঘদিন পর বাড়ি ফিরে আবেগে ভাসেন পার্থ। প্রথমদিন দু’দিন প্রকাশ্যে দেখা গিয়েছে তাঁকে। কখনও অনুগামীদের সঙ্গে, আবার কখনও সংবাদমাধ্যমের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়কে কথা বলতে দেখা গিয়েছে। কিন্তু হঠাৎ করেই নিজেকে পুরোপুরি গুটিয়ে নেন তিনি। সেভাবে আর প্রকাশ্যে দেখা যায়নি। এমনকী হাই কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে হাজিরা দেননি প্রাক্তন শিক্ষামন্ত্রী। যা নিয়ে আদালতের তোপের মুখেও পড়তে হয়েছে। যদিও শীতকালীন অধিবেশনে থাকতে চেয়ে স্পিকারের কাছে আবেদন জানিয়েছিলেন পার্থ।

এরমধ্যেই শোনা যাচ্ছে, বৃহস্পতিবার নিজের বাড়ির বাথরুমে পড়ে যান তিনি। সঙ্গে সঙ্গে চিকিৎসক ডেকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়। কিন্তু ব্যথা না কমায় তড়িঘড়ি প্রাক্তন শিক্ষামন্ত্রীকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। করা হয়েছে হাতের এক্স-রেও। যা খবর, আপাতত চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। 

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Navjot Singh Sidhu's wife Navjot Kaur has been expelled from the party amid the turmoil over his political future Read Next

‘৫০০ কোটিতে মেলে মুখ্যম...