দুর্গাপুজোর আগেই লক্ষ্মীলাভ! জালে উঠল ৫০টি নড়ে ভোলা, দর উঠল সাড়ে ৪ লক্ষ টাকা |
পুজোর আগেই জামিন পার্থর! এবার কি তবে জেলমুক্তি?
পুজোর আগেই জামিন পার্থর!
গ্রুপ সি মামলায় জামিন পেলেন প্রাক্তন শিক্ষামন্ত্রী\ ৯০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন সিবিআই আদালতে। সঙ্গে তাঁর ওপর একাধিক শর্তও আরোপ করা হয়েছে। তবে এখনই জেলমুক্তি হচ্ছে না পার্থর। কারণ এখনও হাইকোর্টে ঝুলে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলা। আদালতে শুনানি শেষ, তবে রায়দান স্থগিত রয়েছে।
পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে একগুচ্ছ মামলা ছিল। প্রায় প্রত্যেকটিতেই ইতিমধ্যে জামিন পেয়েছেন তিনি। এখন পর্যন্ত ঝুলে রয়েছে প্রাথমিকের মামলা। জামিনের জন্য ইতিমধ্যেই হাইকোর্টে আবেদন করেছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। সেই আবেদনের ভিত্তিতে শুনানিও শেষ হয়ে গিয়েছে। এখনও পর্যন্ত স্থগিত রয়েছে রায়দান। এর আগে নবম-দশম শ্রেণির শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আলিপুরের বিশেষ সিবিআই আদালত তাঁকে জামিন দিয়েছিল। প্রাথমিকের মামলায় জামিন পেলে, দীর্ঘদিন তিন বছরের জেলযাপনে এবার ছেদ পড়তে পারে।
নিয়োগ দুর্নীতি মামলায় ২০২২ সালে ২২ জুলাই দক্ষিণ কলকাতার নাকতলায় পার্থের বাড়িতে অভিযান চালায় ইডি। পার্থের ‘ঘনিষ্ঠ’ বলে পরিচিত অর্পিতার টালিগঞ্জ এবং বেলঘরিয়ার ফ্ল্যাটে হানা দেয় ইডি। টালিগঞ্জের ‘ডায়মন্ড সিটি’ আবাসনে অর্পিতার ফ্ল্যাট থেকে নগদ ২১ কোটি ৯০ লক্ষ টাকা উদ্ধার করেন তদন্তকারীরা। অন্যদিকে, বেলঘরিয়ার ‘ক্লাব টাউন হাইট্স’ আবাসনে অর্পিতার নামে থাকা দু’টি ফ্ল্যাটে অভিযান চালিয়ে সেখান থেকে মোট ২৭ কোটি ৯০ লক্ষ টাকা নগদ উদ্ধার করে ইডি। পার্থ-অর্পিতার ফ্ল্যাটে দীর্ঘ তল্লাশি এবং জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়েছিল তাঁদের।