টিকিট দেখতে চাওয়ায় গরম ঘুগনি মুখে ছুড়ে মারলেন যাত্রী
শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে (Baruipur Station) চাঞ্চল্যকর ঘটনা। টিকিট চাইতেই মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারার অভিযোগ উঠল এক যাত্রীর বিরুদ্ধে (Woman throws hot Gughni on ticket checker)। অভিযুক্তকে ইতিমধ্যেই পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনায় আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত ওই টিকিট পরীক্ষক।
শনিবার দুপুরে বারুইপুর জংশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল আপ বারুইপুর লোকাল। ট্রেনের লেডিস কম্পার্টমেন্টে টিকিট পরীক্ষা করতে যান টিকিট পরীক্ষক পূজা কুমারী। অভিযোগ, সেই সময় অভিযুক্ত মহিলা ও তাঁর এক সঙ্গী কামরায় বসে গরম ঘুগনি খাচ্ছিলেন। পূজা দেবী তাঁদের টিকিট চাইতেই আচমকা ওই মহিলা তাঁর মুখে গরম ঘুগনি ছুড়ে মারেন (Woman throws hot Gughni on ticket checker)। চিৎকার শুরু করেন পূজা দেবী। চোখ-মুখে জ্বালা নিয়ে তিনি ছটফট করতে থাকেন। ট্রেনের অন্যান্য যাত্রীরা ছুটে এলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
তবে গুরুতর অবস্থাতেও অভিযুক্তকে হাতছাড়া করেননি পূজা কুমারী। কোনওভাবে চোখ-মুখ মুছে অভিযুক্ত মহিলাকে ধরে প্ল্যাটফর্মে নামিয়ে দেন এবং আরপিএফের হাতে তুলে দেন। পরে তাঁকে বারুইপুর জিআরপির হাতে তুলে দেওয়া হয়।
রেল সূত্রে খবর, অভিযুক্তের নাম সাইদা বিবি। তাঁর বাড়ি সুভাষগ্রাম এলাকায়। যদিও সুভাষগ্রাম থেকে শিয়ালদহ পর্যন্ত বৈধ টিকিট তাঁর কাছে ছিল কিন্তু বারুইপুরে নামার জন্য কোনও বৈধ টিকিট ছিল না। সে কারণেই সন্দেহ হওয়ায় টিকিট পরীক্ষক টিকিট দেখতে চান। অভিযুক্ত যদিও দাবি করেছেন, তিনি ভুল করে ফেলেছেন। কিন্তু টিকিট পরীক্ষক পূজা কুমারী স্পষ্ট জানিয়েছেন, তিনি অভিযুক্তর উপযুক্ত শাস্তি চান।