এশিয়া কাপে চূড়ান্ত নাটক, টালবাহানার পর মাঠে পৌঁছল পাকিস্তান |
প্রধানমন্ত্রী মোদীর মাকে নিয়ে AI ভিডিয়ো সোশ্যাল মিডিয়া থেকে সরাতে নির্দেশ পটনা হাইকোর্টের
ভিডিয়ো সরানোর নির্দেশ দিল পটনা হাইকোর্ট
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর প্রয়াত মা হীরাবেনকে নিয়ে এআই ভিডিয়ো সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে সরানোর নির্দেশ দিল পটনা হাইকোর্ট। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পিবি বজন্থরী এবং বিচারপতি অলোক কুমার সিনহার বেঞ্চ বুধবার এই নির্দেশ দিয়েছে। একইসঙ্গে কেন্দ্রীয় সরকার, বিহার সরকার, বিহার প্রদেশ কংগ্রেস কমিটি, জাতীয় নির্বাচন কমিশন এবং রাহুল গান্ধীকে নোটিস পাঠাল পটনা হাইকোর্ট।
আর কয়েকমাস পর বিহারে বিধানসভা নির্বাচন। কিছুদিন আগে বিহারজুড়ে ভোটার অধিকার যাত্রা করেছিলেন রাহুল গান্ধী। সেইসময় একটি মঞ্চ থেকে প্রধানমন্ত্রীর মায়ের নামে কুকথা বলার অভিযোগ ঘিরে রাজনৈতিক চাপানউতোর তৈরি হয়। এই নিয়ে সরব হন প্রধানমন্ত্রীও। এরপরই সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রী ও তাঁর প্রয়াত মায়ের একটি এআই ভিডিয়ো ছড়িয়ে পড়ে। যে ভিডিয়োতে কল্পিত কথোপকথন রয়েছে। ওই কল্পিত কথোপকথনে মোদীকে ভর্ৎসনা করেন হীরাবেন।
বিবেকানন্দ সিং নামে এক ব্যক্তি ভিডিয়োটি সোশ্যাল মিডিয়া থেকে সরানোর দাবি জানিয়ে জনস্বার্থ মামলা করেন। তিনি বলেন, এই ভিডিয়োর মাধ্যমে প্রধানমন্ত্রীর প্রয়াত মাকে অসম্মান করা হয়েছে। আবেদনকারী আরও বলেন, রাহুল গান্ধীর জ্ঞাতসারেই এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করা হয়।
AI প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর বিজেপি তীব্র নিন্দা জানায়। গেরুয়া শিবির বলে, প্রধানমন্ত্রীর প্রয়াত মাকে নিয়ে এমন ভিডিয়ো তৈরি করা কংগ্রেসের উচিত হয়নি। প্রধানমন্ত্রী ও তাঁর মায়ের সম্মানহানি করতে ষড়যন্ত্রের অভিযোগ তোলে বিজেপি। এবার সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ওই এআই ভিডিয়ো সরানোর নির্দেশ দিল পটনা হাইকোর্ট।