৫ লক্ষ রসগোল্লা বনাম ৫০০ কেজি লাড্ডু, বিহারে ফলপ্রকাশের আগে মিষ্টি বিতরণে টানটান লড়াই |
'কাট্টা সরকার আর আসবে না, বিরোধীদের গর্দান উড়িয়ে দিয়েছে মানুষ', বিহারের ফল প্রসঙ্গে মোদী
বিহারের ফল প্রসঙ্গে মোদী
এই বড় জয়, অটুট বিশ্বাস বিরোধীদের গর্দানই উড়িয়ে দিয়েছে! বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Election) ফলপ্রকাশের পর এমনই বার্তা দিয়ে নিজের ভাষণ শুরু করেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। কীভাবে, কোন মন্ত্রে বিজেপি তথা এনডিএ জোট এত বিরাট জয় পেল তা ব্যাখ্যা করে কংগ্রেস (Congress) সহ বিরোধী জোটকে কার্যত মুখের কথায় নাস্তানাবুদ করেছেন তিনি।
প্রথমত, এই জয়ের পর বিহারের মানুষ বিশেষ করে মহিলা এবং যুবসমাজকে ধন্যবাদ জানিয়েছেন নরেন্দ্র মোদী (Narendra Modi)। বলেছেন, বিকশিত বিহারের জন্য এই ভোট। উন্নয়নের জন্য এই ভোট। এই কাট্টা সরকার (Katta Sarkar) আর আসবে না। বিহারের জনতার কাছে যে আর্জি করেছিলাম, তা ওঁরা মেনেছেন। তাঁর সংযোজন, বিহার দেশের ওইসব রাজ্যের মধ্যে রয়েছে যেখানে যুবসমাজ সবচয়ে বেশি। তারাই বিরোধীদের জঙ্গলরাজকে সম্পূর্ণভাবে শেষ করে দিয়েছে।
মোদীর কড়া বার্তা, এত বড় জয় নিশ্চিত করেছে - বিহারে কাট্টা সরকার আর আসবে না! তিনি বলেন, 'লোহা লোহে কো কাটতা হ্যায়'! বিহারে কিছু দল তোষণ করতে নতুন ফর্মুলা বানিয়েছিল। কিন্তু আজকের এই জয় সব ভেঙে দিয়েছে। মহিলা এবং যুবসমাজের পক্ষে হয়েছে এই ভোট। নরেন্দ্র মোদী এও বলেন, আজ শুধু এনডিএ-র জয় হয়নি, ভারতের গণতন্ত্রের জয় হয়েছে, যারা গণতন্ত্রে বিশ্বাস করে তার জয় হয়েছে।
বিহার জয়ের ভাষণে মোদীর কথায় উঠে আসে 'এম আর ওয়াই ফর্মুলা' (M & Y Formula)। মোদী বলেছেন, বিহারের ভোটদাতাদের ওপর দেশ গর্ব করে। এম আর ওয়াই ফর্মুলা কাজ করেছে। ‘এম’ বলতে মহিলা এবং ‘ওয়াই’ বলতে যুব সমাজকে বুঝিয়েছেন মোদী। তাঁর কথায়, প্রত্যেক ভোটদাতার নিজস্ব মতামত রয়েছে, সেই মত দেওয়া তাদের অধিকার। বিহারে এই কাজটাই শান্ত-সুশৃঙ্খলভাবে হয়েছে।
আরজেডি সহ বিরোধী জোটকে তুলোধনা করে মোদীর খোঁচা, বিহারের এই জয় নিশ্চিত করেছে যে রাজ্যে আর জঙ্গলরাজ ফিরে আসবে না। যারা আরজেডির শাসনে এতদিন জঙ্গলরাজে ছিল তারা মুক্তির জন্য ভোট দিয়েছে। বিহারের ভোটের ফল প্রমাণ করেছে যে - মিথ্যে হেরে যায়। ভারত এখন সচ্ছ, সামাজিক ন্যায়ের জন্য ভোট করে। তোষণের কোনও জায়গা নেই দেশে।