You will be redirected to an external website

চোখে-মুখে উদ্বেগের ছাপ, দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করতে গেলেন প্রধানমন্ত্রী মোদী

Prime Minister Narendra Modi went to meet the injured in the blast near the Red Fort. This afternoon, he went to Lok Nayak Hospital in Delhi.

দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করতে গেলেন প্রধানমন্ত্রী মোদী

 লালকেল্লার কাছে বিস্ফোরণে আহতদের সঙ্গে দেখা করতে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এ দিন দুপুরে তিনি দিল্লির লোক নায়ক হাসপাতালে যান। সেখানে তিনি একে একে আহতদের সঙ্গে দেখা করছেন। তাদের সঙ্গে কথা বলছেন।বুধবার ভুটান সফর সেরে দিল্লিতে ফেরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তারপরই প্রধানমন্ত্রী লোক নায়ক হাসপাতালে দেখা করতে যান আহতদের সঙ্গে। তাদের সঙ্গে কথা বলে, দ্রুত সুস্থতা কামনা করেন। প্রধানমন্ত্রী কথা বলেন চিকিৎসকদের সঙ্গে।

আজ তিনি নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট বৈঠকে যোগ দেবেন। বিকেল সাড়ে ৫টা নাগাদ এই বৈঠক হবে। সোমবার দিল্লিতে লালকেল্লার কাছে যে বিস্ফোরণ হয়েছিল, সেই বিষয় নিয়েই আলোচনা হবে এই বৈঠকে।  প্রধানমন্ত্রী আগেই জানিয়েছিলেন যে এই বিস্ফোরণের পিছনে যারা দায়ী, তাদের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ করা হবে।

দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃতদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫-তে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Former swimmer Bula Chowdhury is back in the news after a comment made by Chief Minister Mamata Banerjee a few days ago. Read Next

বুলা চৌধুরীর বাড়িতে সু...