You will be redirected to an external website

'বিশ্বজয়ী' টিম ইন্ডিয়ার সঙ্গে দেখা করবেন প্রধানমন্ত্রী, হরমনপ্রীতদের জন্য বিশেষ আয়োজন দিল্লিতে

The Indian women's cricket team will meet Prime Minister Narendra Modi after their historic victory in the World Cup. They arrived in Delhi on Tuesday evening.

হরমনপ্রীতদের জন্য বিশেষ আয়োজন দিল্লিতে

বিশ্বকাপে ঐতিহাসিক জয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করবে ভারতীয় মহিলা ক্রিকেট দল (India women’s cricket team)। মঙ্গলবার সন্ধায় তারা পৌঁছে গিয়েছেন দিল্লিতে। আজ, বুধবার প্রধানমন্ত্রীর বাসভবনে বিশেষ আয়োজন করা হয়েছে, সেখানে 'বিশ্বজয়ী' ক্রিকেট তারকাদের সঙ্গে দেখা করবেন নরেন্দ্র মোদী।  

গত রবিবার নবি মুম্বইয়ের ডিওয়াই পাতিল স্টেডিয়ামে দক্ষিণ আফ্রিকাকে ৫২ রানে হারিয়ে ইতিহাস গড়েছে ভারতের মেয়েরা। প্রথম আইসিসি ট্রফি ঝুলিতে ভরেছে ভারতের মহিলা ক্রিকেট দল, যা দেশের ক্রীড়া ইতিহাসে এক নতুন অধ্যায় লিখেছে।

টিম ইন্ডিয়ার এই গৌরবময় জয়ের পরই শুভেচ্ছাবার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “মহিলা ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে টিম ইন্ডিয়ার অসাধারণ জয়। তাদের আত্মবিশ্বাস, দক্ষতা ও একতার প্রদর্শন ছিল অনন্য। এই ঐতিহাসিক জয় ভবিষ্যৎ প্রজন্মকে খেলাধুলায় অনুপ্রেরণা দেবে।”

মঙ্গলবার বিকেলে বিশেষ চার্টার্ড ফ্লাইটে (S5-8328) মুম্বই থেকে দিল্লিতে পৌঁছায় ভারতীয় দল। রাজধানীতে নামার পর তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়। বিমানবন্দর থেকে টিম ইন্ডিয়া হোটেলে পৌঁছনোর আগে পুলিশ ডগ স্কোয়াড দিয়ে যানবাহন এবং রুটে বিশেষ তল্লাশি চালায়।

এর আগে মুম্বই বিমানবন্দরে বিশ্বচ্যাম্পিয়ন দলকে উষ্ণ সংবর্ধনা জানাতে ভিড় জমিয়েছিলেন অসংখ্য ভক্ত। খেলোয়াড়দের ফুলের মালা আর উল্লাসধ্বনিতে ভরিয়ে দেন তাঁরা। দলের কোচ অমল মুজুমদার এবং সহকারী স্টাফদেরও সম্মান জানানো হয়।

ফাইনালে ভারতের জয়ের অন্যতম নায়ক ছিলেন দীপ্তি শর্মা। ব্যাট হাতে ৫৮ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট। অন্যদিকে, শেফালি বর্মার ঝোড়ো ইনিংস দলের মোট রান পৌঁছে দিয়েছিল ২৯৮-এ। দক্ষিণ আফ্রিকার হয়ে লরা উলভার্ডের একার লড়াইও (১০১ রান) শেষ পর্যন্ত ভারতের জয়কে (Women’s World Cup 2025) আটকাতে পারেনি।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...