'দেশীয় পণ্য'র পাশে থাকুন, জিএসটি সংস্কারের প্রথম দিনই নাগরিকদের উদ্দেশে চিঠি প্রধানমন্ত্রীর
নাগরিকদের উদ্দেশে চিঠি প্রধানমন্ত্রীর
জিএসটি সংস্কারের (GST) সূচনার দিনেই দেশবাসীর উদ্দেশে বিশেষ চিঠি (Letter to Citizens) লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। সোমবার প্রকাশিত সেই চিঠিতে তিনি নাগরিকদের দেশীয় পণ্য (Make in India Products) কেনা ও বিক্রির আহ্বান জানান। একই সঙ্গে রাজ্য সরকারগুলিকে শিল্পোন্নয়ন ও বিনিয়োগের পরিবেশ আরও অনুকূল করার কথাও বলেন।
প্রধানমন্ত্রী লিখেছেন, ‘‘উৎসবের মরশুমে আসুন আমরা সকলে ঠিক করি, দেশীয় পণ্যকেই সমর্থন করব। এর অর্থ হচ্ছে, যে কোনও ভারতীয় শিল্পী, শ্রমিক বা কারখানার ঘাম-রক্তে তৈরি সামগ্রী কেনা। সেটা যে ব্র্যান্ড বা সংস্থাই তৈরি করুক না কেন।’’ তিনি বলেন, দেশীয় শিল্প-পণ্যে ভরসা রাখলে অসংখ্য পরিবার জীবিকা অর্জন করবে, তরুণ প্রজন্মের কর্মসংস্থান বাড়বে।
এই প্রসঙ্গে ব্যবসায়ী ও দোকানদারদেরও বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন, ‘‘আমরা গর্বের সঙ্গে বলি, যা কিনছি তা স্বদেশি। আমরা গর্বের সঙ্গে বলি, যা বিক্রি করছি তা স্বদেশি।’’
চিঠিতে প্রধানমন্ত্রী নতুন করব্যবস্থাকে (GST 2.0) ‘জনবান্ধব সংস্কার’ বলে অভিহিত করেছেন। তাঁর দাবি, খাদ্যদ্রব্য, ওষুধ, সাবান, টুথপেস্ট, বিমা-সহ বহু দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস হয় করমুক্ত হয়েছে, নয়তো সর্বনিম্ন ৫ শতাংশ স্ল্যাবে চলে গেছে। যে সব পণ্যে আগে ১২ শতাংশ কর ছিল, সেগুলি কার্যত ৫ শতাংশ হারে নামিয়ে আনা হয়েছে।
প্রধানমন্ত্রীর বক্তব্য, বিভিন্ন দোকানদার এখন ‘আগে ও এখন’ বোর্ড টাঙাচ্ছেন যেখানে করহার সংস্কারের আগে ও পরে কীভাবে বদলেছে তা দেখা যাচ্ছে। এটা অত্যন্ত আনন্দের বিষয়।
সোমবার, ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়েছে নতুন জিএসটি। চার স্তরের কর কাঠামো ভেঙে এখন মাত্র দুটি স্তর - ৫ শতাংশ ও ১ শতাংশ প্রযোজ্য হবে। সরকারের দাবি, এতে ব্যবসা যেমন সহজ হবে, তেমনই প্রত্যক্ষভাবে উপকৃত হবেন কৃষক, মহিলা, যুবক, গরিব, মধ্যবিত্ত, ব্যবসায়ী ও ক্ষুদ্র-মাঝারি উদ্যোগীরা।