You will be redirected to an external website

স্টেডিয়ামে বল-জার্সি দেওয়া-নেওয়া, বাড়ি ফিরে পোস্ট! মেসিকে নিয়ে কী লিখলেন সচিন?

The event started with music and lights. DJ set, Bollywood tunes, ‘Wavin’ Flag’—all together created a festive atmosphere. Then came the All Stars vs Mitra Stars exhibition match.

মেসিকে নিয়ে কী লিখলেন সচিন?

ওয়াংখেড়ে স্টেডিয়ামের (Wankhede Stadium) আলো নিভেছে। গ্যালারির গর্জন থেমেছে। কিন্তু রবিবারের সেই সন্ধ্যার রেশ এখনও সোশ্যাল মিডিয়ায় জোরদার চর্চায়।

ইতিমধ্যে ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) আর ফুটবলের বরপুত্র লিওনেল মেসির (Lionel Messi) যুগলবন্দির পরের চ্যাপ্টার সোশ্যাল মিডিয়ায় নতুন করে তুফান তুলেছে। বাড়ি ফিরে এক লাইনের বার্তা, কিন্তু তাতেই সব আবেগ মেলে ধরেছেন লিটল মাস্টার। এক্সে (X) সচিন লেখেন, ‘বলতেই হচ্ছে আজকের দিন দশে দশ!’

ছোট্ট এই বাক্যের মধ্যেই লুকিয়ে পুরো সন্ধ্যার গল্প। বাইরের অর্থে: কারণ, সচিন মেসিকে নিজের টিম ইন্ডিয়ার (Team India) ১০ নম্বর জার্সি উপহার দিয়েছেন। অণ্যদিকে আর্জেন্তিনীয় তারকার পরিচিত সংখ্যাটাও সেই ‘১০’—আর্জেন্তিনার (Argentina) জার্সিতে তাঁর পরিচয়চিহ্ন।

আবার অন্যদিকে দিয়ে গোটা দিন ভারতীয় খেলাধুলোর ইতিহাসে মাইলফলক হয়ে থাকবে। সেভাবে দেখলে এক নম্বরও কাটা চলে না। গতকাল সত্যিই দশে দশ পাওয়ার যোগ্য!

ওয়াংখেড়ের ইতিহাস এমনিতেই সমৃদ্ধ। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup 2011) জয়, বিরাট কোহলির (Virat Kohli) ঐতিহাসিক ৫০তম ওডিআই সেঞ্চুরি—সব দেখেছে এই মাঠ। রবিবার তালিকায় যোগ হল আরেকটা অধ্যায়। ক্রিকেট বনাম ফুটবল—যে তর্ক বছরের পর বছর অনুরাগীদের মধ্যে চলে, সেই দ্বন্দ্ব এক লহমায় যেন থমকে গেল, যখন মঞ্চে পাশাপাশি দাঁড়ালেন দুই ‘গোট’ (গ্রেটেস্ট অফ অল টাইম)।

অনুষ্ঠান শুরু হয়েছিল সঙ্গীত আর আলোয়। ডিজে সেট, বলিউডি সুর, ‘ওয়েভিং ফ্ল্যাগ’ (Wavin’ Flag)—সব মিলিয়ে উৎসবের আবহ। তারপর অল স্টার্স বনাম মিত্র স্টার্সের (All Stars vs Mitra Stars) প্রদর্শনী ম্যাচ। সুনীল ছেত্রী (Sunil Chhetri), টাইগার শ্রফ (Tiger Shroff)—তারকাখচিত লড়াইয়ের পরেই মূল আকর্ষণ। ইন্টার মায়ামির (Inter Miami) সতীর্থ লুইস সুয়ারেজ (Luis Suarez) ও রদ্রিগো দি পল-কে (Rodrigo De Paul) সঙ্গে নিয়ে মাঠে মেসি। মুহূর্তে ওয়াংখেড়ে মুখরিত তাঁর জয়গানে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

The path of protest began with the filing of a complaint. Director-actor and MLA Raj Chakraborty filed a written complaint at the Titagarh Read Next

ট্রোলের নিশানায় শুভশ্রী...