ত্বকে বয়সের ছাপ? শুধু দামি ক্রিম মাখলেই কাজ হবে না, বদলাতে হবে লাইফস্টাইল |
প্রিয়ঙ্কা গান্ধীর ছেলে রাইহানকে আংটি পরালেন, লম্বা ফোটোগ্রাফি কেরিয়ার, চেনেন আভিভাকে?
প্রিয়ঙ্কা গান্ধীর ছেলে রাইহানকে আংটি পরালেন
কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধীর (Priyanka Gandhi) ছেলে রাইহান বঢরা (Raihan Vadra) বাগদান সেরে ফেলেছেন। দীর্ঘ সাত বছরের সম্পর্কের পর তাঁর সঙ্গে এনগেজড হলেন দিল্লির আলোকচিত্রী আভিভা বেগ (Aviva Baig)। সূত্রের খবর, দুই পরিবারের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং এই বাগদান ঘরোয়া পরিসরেই সম্পন্ন হয়েছে।
সম্প্রতি আভিভা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram story) রাইহানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন। তিনটি হার্ট ইমোজি-সহ সেই ছবিটি পরে ‘হাইলাইটস’ সেকশনে রেখে দেন। তারপর থেকেই তাঁদের বাগদান নিয়ে জল্পনা শুরু হয়, যা এবার নিশ্চিত করল সূত্র।
আভিভা বেগ দিল্লির (Delhi-based) ফোটোগ্রাফার (Photographer)। লিঙ্কডইন (LinkedIn) প্রোফাইল অনুযায়ী, তিনি ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি (OP Jindal Global University) থেকে সাংবাদিকতা (Journalism and Communication) নিয়ে পড়াশোনা করেন। তার আগে দিল্লির মডার্ন স্কুল (Modern School) থেকে হিউম্যানিটিজ (Humanities) নিয়ে পড়েছেন।
বর্তমানে ‘অ্যাটেলিয়ার ইলেভেন’ (Atelier 11) নামের একটি ফোটোগ্রাফিক স্টুডিও ও প্রোডাকশন সংস্থার সহ-প্রতিষ্ঠাতা (Co-founder)। এই সংস্থা দেশের বিভিন্ন প্রান্তে এজেন্সি, ব্র্যান্ড ও ক্লায়েন্টদের সঙ্গে কাজ করে। আভিভার আলোকচিত্রে মূলত দৈনন্দিন জীবনের (Everyday life) মুহূর্ত ধরা পড়ে।
প্রদর্শনী জগতেও পরিচিত নাম আভিভা। তিনি ‘ইউ ক্যাননট মিস দিস’ (You Cannot Miss This) শীর্ষক প্রদর্শনীতে মেথড গ্যালারিতে (Method Gallery, 2023) অংশ নিয়েছেন। একই প্রদর্শনী তিনি ইন্ডিয়া আর্ট ফেয়ারের (India Art Fair) ইয়ং কালেক্টর প্রোগ্রামের (Young Collector Programme, 2023) অংশ হিসেবেও করেন। এছাড়া ‘দ্য ইলিউসরি ওয়ার্ল্ড’ (The Illusory World) প্রদর্শনী হয়েছিল দ্য কোরাম ক্লাবে (The Quorum Club, 2019)। ২০১৮ সালে ইন্ডিয়া ডিজাইন আইডি (India Design ID) অনুষ্ঠানে কেটু ইন্ডিয়ার (K2 India) সঙ্গে তাঁর কাজ প্রদর্শিত হয়।
মিডিয়া ও কমিউনিকেশন (Media and Communication) ক্ষেত্রেও তাঁর অভিজ্ঞতা রয়েছে বিরাট। প্লাসরিমনে (PlusRymn) ফ্রিল্যান্স প্রোডিউসার হিসেবে কাজ করেছেন। প্রোপাগান্ডায় (PROPAGANDA) জুনিয়র প্রোজেক্ট ম্যানেজার ছিলেন। আর্ট চেন ইন্ডিয়ায় (Art Chain India) মার্কেটিং ইন্টার্ন হিসেবেও কাজ করেছেন পাশাপাশি ছিলেন আই-পার্লামেন্টের (I-Parliament) ‘দ্য জার্নাল’ (The Journal)-এর এডিটর-ইন-চিফ। তালিকা এখানেই শেষ নয়, কেরিয়ারে ভার্ভ ম্যাগাজিন ইন্ডিয়া (Verve Magazine India) ও ক্রিয়েটিভ ইমেজ ম্যাগাজিনে (Creative IMAGE Magazine) ইন্টার্নশিপ করেছেন।
অন্যদিকে, রাইহান বঢরা ভিজুয়াল আর্টিস্ট (Visual Artist)। মাত্র দশ বছর বয়স থেকেই ফোটোগ্রাফির (Photography) সঙ্গে তাঁর যোগ। কাজের বিষয়বস্তুর মধ্যে রয়েছে ওয়াইল্ডলাইফ (Wildlife), স্ট্রিট (Street) ও কমার্শিয়াল ফোটোগ্রাফি (Commercial photography)। দিল্লির বিকানের হাউসে (Bikaner House) তাঁর প্রথম একক প্রদর্শনী (Solo exhibition) হয়।