কোমর জলে নেমে শহরের পরিস্থিতি খতিয়ে দেখলেন মেয়র, ছাতা দিয়ে সাফ করলেন রাস্তার জঞ্জালও |
‘রচনাকে নিয়ে যেতে গেলে টাকা দিতে হয়’, এ কথা শুনলেই কী করবেন, বলে দিলেন সাংসদ
‘রচনাকে নিয়ে যেতে গেলে টাকা দিতে হয়’?
হুগলির সাংসদ রচনাকোথাও আমন্ত্রণ করে নিয়ে যেতে গেলে নাকি টাকা দিতে হয়! এমন প্রচার শুরু হয়েছে বলে, তা খণ্ডন করলেন হুগলির সাংসদ রচনা। পুজোর আগে অন্যান্য নেতা-নেত্রীদের মতো সাংসদেরও অনেক জায়গায় আমন্ত্রণ রয়েছে। সেই আমন্ত্রণে কবে যাবেন, সেটাও জানিয়ে দিলেন রচনা।ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গা পূজায় তাঁর সংসদীয় এলাকায় যাঁরা তাকে আমন্ত্রণ করেছেন, সেই পুজোর উদ্বোধনে তিনি উপস্থিত থাকবেন। আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর তিনি তাঁদের জন্য সময় দেবেন বলে জানিয়েছেন।
হুগলির মানুষের উদ্দেশে তিনি বলেছেন, একটা খবর প্রচারিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে রচনা বন্দ্যোপাধ্যায়কে কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে গেলে টাকা দিতে হয়। এই কথা সর্বৈব মিথ্যা। কেউ যদি তাঁর নাম করে টাকা চায়, তাহলে তাঁর দেওয়া ফোন নম্বরে সরাসরি জানাতে হবে বলে জানিয়েছেন রচনা। সুগন্ধায় তাঁর যে সাংসদ অফিস রয়েছে, সেখানে গিয়েও অভিযোগ জানানো যেতে পারে বলে জানান তিনি।
হুগলির সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে রচনা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে। তিনি কেন তাঁর সংসদীয় এলাকায় কম সময় দিচ্ছেন, সেই কারণও কয়েকদিন আগে ব্যাখ্যা করেছিলেন রচনা। বলেছিলেন, দিদি নম্বর ওয়ানের শুটিং, সংসদে অধিবেশনের কারণে সবসময় হুগলিতে উপস্থিত থাকতে পারেন না তিনি। তবে চেষ্টা করেন বিভিন্ন আমন্ত্রণে সাড়া দিতে।