You will be redirected to an external website

‘রচনাকে নিয়ে যেতে গেলে টাকা দিতে হয়’, এ কথা শুনলেই কী করবেন, বলে দিলেন সাংসদ

Hooghly MP Rachna has refuted the rumour that if you invite someone somewhere, you have to pay money!

‘রচনাকে নিয়ে যেতে গেলে টাকা দিতে হয়’?

 হুগলির সাংসদ রচনাকোথাও আমন্ত্রণ করে নিয়ে যেতে গেলে নাকি টাকা দিতে হয়! এমন প্রচার শুরু হয়েছে বলে, তা খণ্ডন করলেন হুগলির সাংসদ রচনা। পুজোর আগে অন্যান্য নেতা-নেত্রীদের মতো সাংসদেরও অনেক জায়গায় আমন্ত্রণ রয়েছে। সেই আমন্ত্রণে কবে যাবেন, সেটাও জানিয়ে দিলেন রচনা।ফেসবুকে একটি ভিডিয়ো পোস্ট করে রচনা বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গা পূজায় তাঁর সংসদীয় এলাকায় যাঁরা তাকে আমন্ত্রণ করেছেন, সেই পুজোর উদ্বোধনে তিনি উপস্থিত থাকবেন। আগামী ২৫ ও ২৬ সেপ্টেম্বর তিনি তাঁদের জন্য সময় দেবেন বলে জানিয়েছেন।

 

হুগলির মানুষের উদ্দেশে তিনি বলেছেন, একটা খবর প্রচারিত হচ্ছে বিভিন্ন জায়গা থেকে যে রচনা বন্দ্যোপাধ্যায়কে কোনও অনুষ্ঠানে আমন্ত্রণ জানাতে গেলে টাকা দিতে হয়। এই কথা সর্বৈব মিথ্যা। কেউ যদি তাঁর নাম করে টাকা চায়, তাহলে তাঁর দেওয়া ফোন নম্বরে সরাসরি জানাতে হবে বলে জানিয়েছেন রচনা। সুগন্ধায় তাঁর যে সাংসদ অফিস রয়েছে, সেখানে গিয়েও অভিযোগ জানানো যেতে পারে বলে জানান তিনি।

হুগলির সাংসদ নির্বাচিত হওয়ার পর থেকে রচনা বন্দ্যোপাধ্যায়কে বিভিন্ন অনুষ্ঠানে দেখা গিয়েছে। তিনি কেন তাঁর সংসদীয় এলাকায় কম সময় দিচ্ছেন, সেই কারণও কয়েকদিন আগে ব্যাখ্যা করেছিলেন রচনা। বলেছিলেন, দিদি নম্বর ওয়ানের শুটিং, সংসদে অধিবেশনের কারণে সবসময় হুগলিতে উপস্থিত থাকতে পারেন না তিনি। তবে চেষ্টা করেন বিভিন্ন আমন্ত্রণে সাড়া দিতে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Thousands of people have gathered since Tuesday morning to witness Zubin's last rites. Read Next

প্রিয় জুবিনদাকে চোখের ...