বড়দিনের পার্টিতে নলেন গুড়ের ব্রাউনি দিয়েই মিষ্টিমুখ! অতিথিদের মন জিততে জেনে নিন সহজ রেসিপি |
উন্নাওয়ের নির্যাতিতার প্রতিবাদে বাধা, ‘মৃত সমাজ’ বলে পুলিশ-বিচারকে ঠুকলেন রাহুল
‘মৃত সমাজ’ বলে পুলিশ-বিচারকে ঠুকলেন রাহুল
উন্নাওয়ের নির্যাতিতা ও তাঁর মাকে বিক্ষোভ দেখানোর সময় জোর করে সরিয়ে দেয় পুলিশ। নয়াদিল্লির ইন্ডিয়া গেটের সামনে অবরোধের চেষ্টা করা দুই মহিলার সঙ্গে পুলিশের এহেন আচরণের তীব্র নিন্দা করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার দিল্লি হাইকোর্ট ২০১৭ সালের উন্নাও ধর্ষণকাণ্ডে সাজাপ্রাপ্ত প্রাক্তন বিজেপি বিধায়ক কুলদীপ সিংকে জামিন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন তাঁরা।
রাহুল ধর্ষণে নির্যাতিতা ও তাঁর মায়ের সঙ্গে এরূপ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, উনি যখন বিচার পাওয়ার লড়াই করছেন, তখন সেটা কি অপরাধ। নাকি তাঁর দোষ! গণধর্ষণের নির্যাতিতার প্রতি এরকম ব্যবহার কি উপযুক্ত হয়েছে? তিনি কী দোষ করেছেন, বিচারের জন্য তাঁর আওয়াজ তোলার সাহস দেখিয়ে?
রাহুল এক্স পোস্টে আরও লিখেছেন, উন্নাওয়ের নির্যাতিতাকে বারবার অপদস্থ করা হয়েছে, হেনস্তা করা হয়েছে। তিনি আতঙ্কের ছায়ার মধ্যে জীবন কাটাচ্ছেন। ধর্ষণকারীকে জামি এবং নির্যাতিতার সঙ্গে এরকমভাবে অপরাধীর মতো ব্যবহার করা— কী ধরনের বিচার? প্রশ্ন তুলেছেন কংগ্রেসের লোকসভা সদস্য। আমরা কেবলমাত্র মৃত অর্থনীতির দেশই নয়, এরকম অমানবিক ঘটনা ঘটতে থাকলে আমরা খুব তাড়াতাড়িই মৃত সমাজেও পরিণত হয়ে যাব।
কংগ্রেস নেতা আরও বলেন, কুলদীপ সিং সেঙ্গারকে জামিন দেওয়ার ঘটনা মারাত্মক রকমের হতাশাজনক ও লজ্জার। নির্যাতিতার জন্য সম্মান, নিরাপত্তা ও সুবিচারের দাবি জানিয়েছেন তিনি। লিখেছেন, গণতন্ত্রে আওয়াজ তোলা একটি অধিকার। এর কণ্ঠরোধের চেষ্টা হল অপরাধ। নির্যাতিতাকে অবশ্যই সম্মান, নিরাপত্তা ও বিচার দিতে হবে। এটা তাঁর প্রাপ্য। অসহায়তা, ভয় এবং অবিচার দূর করে দিতে হবে।