You will be redirected to an external website

অস্বস্তিকর আবহাওয়ার মধ্যেই বৃষ্টির পূর্বাভাস!বেশ কিছু জেলায় হলুদ সতর্কতা

Rain forecast amid uncomfortable weather! Yellow alert in several districts

বৃষ্টির পূর্বাভাস

সবে নাগাড়ে বৃষ্টি কাটিয়ে রোদের দেখা মিলেছিল। ফের রাজ্যে বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দফতরের। শুক্রবার থেকেই বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি শুরু হয়েছে একাধিক জেলায়। শনিবার থেকে বাড়তে পারে বৃষ্টি।  বেশ কয়েকটি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস বইবে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।

পূর্বাভাস অনুযায়ী, শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। একই পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং নদিয়ায়। এ ছাড়া পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, উত্তর ২৪ পরগনায় শনিবারের পাশাপাশি শুক্রবারও ঝড়বৃষ্টি হতে পারে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে।

মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের বাঁকুড়া ও দিঘার উপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। হাওয়া অফিস সূত্রে খবর, আজ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি। সোমবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে। বুধবার পর্যন্ত আংশিক মেঘলা থাকবে আকাশ। বিক্ষিপ্তভাবে দু-এক জেলা বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি।

AUTHOR :Sukanya Majumder

I am Sukanya Majumdar. I have completed a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. I have also completed a practical course in News Reading and Copy Editing from Fox Media School. Currently, I am working as a Copywriter and Social Media Desk Personnel at Express News.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...