চলতি সপ্তাহে একাধিক জেলা ভাসতে পারে
বৃষ্টির (Rain) থেকেই কয়েকদিনের রেহাই মিলেছে মাত্র। কারণ আবারও ভাসতে চলেছে রাজ্য (West Bengal)। ইঙ্গিত মিলছে এমনটাই। আর এর জন্য দায়ী, ঘূর্ণিঝড় 'মান্থা' (Cyclone Mantha)। শীতের দোরগোড়ায় এসে আবারও সক্রিয় হয়েছে নিম্নচাপ। তা ইতিমধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে বলে আভাস মিলেছে।
আবহাওয়া দফতরের (Weather Office) পূর্বাভাস অনুযায়ী, এই ঘূর্ণিঝড় মঙ্গলবার সন্ধের মধ্যে অন্ধ্রপ্রদেশ উপকূলের স্থলভাগে প্রবেশ করবে। সে সময় এর গতিবেগ ঘণ্টায় ১১০ কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, ‘মান্থা’-র (Mantha) প্রভাবে দক্ষিণবঙ্গের নিম্নভূমি এলাকায় কৃষিজমি ক্ষতির মুখে পড়তে পারে। ফলে চাষিদের সতর্ক করে বলা হয়েছে, পাকা ফসল দ্রুত কেটে ঘরে তোলার জন্য।
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার থেকে শুক্রবার পর্যন্ত দফায় দফায় বৃষ্টি হতে পারে রাজ্যের (West Bengal) প্রায় সব জেলায়। সোমবার সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গে রোদ ঝলমলে থাকলেও দুপুরের পর থেকেই মেঘ জমে আকাশ ভারী হতে শুরু করে। রাতের দিকে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনাও প্রবল।
কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ঘণ্টায় ৩০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার বৃষ্টি হবে পশ্চিমাঞ্চলের বেশ কিছু জেলায়। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে।
কিন্তু শীত (Winter Seasone)? আবহাওয়া দফতর বলছে, মঙ্গলবার থেকে বড় পরিবর্তন আসতে চলেছে। কলকাতার দিন ও রাতের তাপমাত্রা থাকবে কিছুটা নিম্নমুখী হবে। রোদ থাকলেও আর্দ্রতা বাড়বে, সঙ্গে থাকবে ঝোড়ো হাওয়া ও বিক্ষিপ্ত বৃষ্টি।
এদিকে দার্জিলিং ও কালিম্পঙের পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বুধবার মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং জলপাইগুড়িতে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার মালদহ, উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টি হতে পারে, বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ ও দুই দিনাজপুরে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। শনিবার বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে।