You will be redirected to an external website

‘আনন্দীর’ ছবি দেখলেন আনন্দ! রাজভবনে ‘চাঁদের হাট’

A movie screening has started at Raj Bhavan. Governor CV Anand Bose also went to see it. But which movie?

‘আনন্দীর’ ছবি দেখলেন আনন্দ!

রাজভবনে শুরু হল সিনেমা প্রদর্শনী। দেখতে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোসও। কিন্তু কোন সিনেমা? ‘গুডবাই মাউন্টেন’। যখন বাংলার রাজনীতিকে ঘিরে ধরেছে ‘বাঙালি অস্মিতার’ জোয়ার, সেই আবহেই রাজভবনে চলল ‘বাংলা ছবি’। জানা গিয়েছে, শনিবার এই ছবি প্রদর্শনী অনুষ্ঠান আয়োজিত হয়। উপস্থিত ছিলেন রাজ্যপাল ও সিনেমার সঙ্গে যুক্ত প্রায় সকল অভিনেতা-অভিনেত্রী এবং অন্যান্য শিল্পীরাও।

বর্তমানে বিনোদন জগতের নিরিখেও এই ছবির তাৎপর্য মোটেই কম নয়। বাইশ বছর পর পাশাপাশি দু’টি মানুষ, তাও আবার পাহাড়ের কোলে। কারা তারা? আনন্দী (ঋতুপর্ণা সেনগুপ্ত) এবং অর্জুন (ইন্দ্রনীল সেনগুপ্ত)। পরিচালক ইন্দ্রাশিস আচার্যর হাত ধরে বাংলা সিনেমার সেই জনপ্রিয় জুটিকে আবার দেখা গেল অনেক দিন পর।

ঋতুপর্ণা সেনগুপ্তর অভিনয় দেখে মুগ্ধ হয়েছেন রাজ্যপালও। পাহাড়, জঙ্গলের নীরবতার মধ্যে দিয়ে মনের অনুরণন ধরা পড়েছে গোটা ছবিজুড়ে। যার প্রেক্ষাপট আবার কেরল। বাংলার বর্তমান রাজ্যপাল সিভি আনন্দ বোস কেরলেরই মানুষ। শনির সন্ধ্যায় নিজের ‘মাটিকে’ দেখে স্বাভাবিক নিয়মেই একটু স্মৃতিমেদুর হয়ে পড়েন তিনি।

 

এদিন সিনেমা শেষে অভিনেত্রী তথা এই ছবির প্রযোজক ঋতুপর্ণা সেনগুপ্তর প্রশংসায় পঞ্চমুখ হতে দেখা যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসকে। তাঁর কথায়, “ঋতুপর্ণা খুব ভাল অভিনয় করেছেন। গোটা ছবি চলাকালীন আনন্দী আমার পাশেই বসেছিলেন। আর এটা হয়তো সমাপতন যে আমি আনন্দ।”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Do you know who is the richest Chief Minister of the country? Read Next

দেশের সবথেকে গরিব মুখ্য...