বড়দিনের পার্টিতে নলেন গুড়ের ব্রাউনি দিয়েই মিষ্টিমুখ! অতিথিদের মন জিততে জেনে নিন সহজ রেসিপি |
লাদাখের রাস্তায় রেড ফক্স! 'সহানুভূতি' কি কাল হচ্ছে বন্যপ্রাণীর? ভিডিও দেখে সতর্কবার্তা বনকর্তার
লাদাখের রাস্তায় রেড ফক্স!
লাদাখের প্যাংগং হ্রদের কাছে দেখা মিলল রেড ফক্সের (Red Fox Ladakh)। হিমালয়ের শান্ত প্রকৃতির মাঝে তাঁর হেঁটে বেড়ানোর একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যা দেখে মুগ্ধ নেটিজেনরাও। কিন্তু ভিডিওটি ছড়িয়ে পড়তেই সামনে আসে চিন্তার আরেক দিক। এক IFS অফিসার ভিডিওটি দেখে উদ্বেগ প্রকাশ করেছেন, যা 'দায়িত্বশীল বনসংরক্ষণ' নিয়ে নতুন আলোচনা তৈরি করেছে।
বিভর শ্রীবাস্তব নামে এক পর্যটক তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এই ভিডিওটি শেয়ার করেন (Himalayan Red Fox video)। সেখানে দেখা যায়, নির্ভয় ভঙ্গিতে পর্যটকদের গাড়ির একদম কাছে এসে দাঁড়িয়েছে একটি লাল শিয়াল। প্রথমে তার তীক্ষ্ণ কান ও ঝোপালো লেজ দেখে অনেকেই নেকড়ে ভেবে ভুল করলেও পরে বোঝা যায় এটি আসলে হিমালয়ান রেড ফক্স। ভিডিওটির সঙ্গে বিভর লিখেছেন, প্রকৃতি মাঝে মাঝে এমনভাবে চমকে দেয় যে ভাষা হারিয়ে যায়। এই মুহূর্তটা তাঁর কাছে সত্যিই স্মরণীয় হয়ে থাকবে।
এমন দৃশ্য দ্রুতই নেটিজেনদের মন জয় করে। কিন্তু যখন ভিডিয়োটি এক্স-এ ছড়িয়ে পড়ে, তখনই নজরে আসে সমস্যার দিকটি। বনকর্তা পরভীন কাসওয়ান ভিডিওটি (Ladakh viral video) শেয়ার করে লেখেন, “হিমালয়ান রেড ফক্স, সত্যিই সুন্দর। কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে, কেউ নিশ্চয়ই ওকে খাবার দিয়েছে। তাই সে আবার খাবারের আশায় রাস্তায় ঘোরাফেরা করছে। আমি বারবার বলি, সহানুভূতি দেখাতে গিয়ে বিপদ বাড়াবেন ন।” একইসঙ্গে ভিডিওতে দেখা যাচ্ছে, শিয়ালটির পিছনের এক পায়ে চোট লেগেছে। সেই অবস্থাতেই দৌড়চ্ছে সে। যেন মানুষের উপস্থিতিতে কোনও ভয় নেই।
হিমালয়ান রেড ফক্স সাধারণত লাদাখ, স্পিতি (Spiti River Valley) আর অন্যান্য উচ্চতল অঞ্চলে দেখা যায়। পরিবেশের ভারসাম্য রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়- বিশেষত ইঁদুর-সহ ছোট প্রাণীর সংখ্যা নিয়ন্ত্রণ করে। যদিও এই প্রজাতি এখনও বিপন্ন নয়, তবুও পর্যটকের ভিড়, মানুষের হস্তক্ষেপ এবং তাদের বাসস্থানের পরিবর্তন ধীরে ধীরে শিয়ালদের জন্য বড় হুমকি হয়ে উঠছে।
IFS অফিসার কাসওয়ানের মন্তব্য প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে নতুনভাবে আলোচনা শুরু হয়েছে- পরিবেশগতভাবে সংবেদনশীল জায়গায় দায়িত্বশীল আচরণ করা কতটা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, পর্যটকদের বন্য প্রাণীদের খাবার না দেওয়া, দূর থেকে দেখা এবং তাঁদের স্বাভাবিক আচরণে ব্যাঘাত না ঘটানো উচিত।
এই ভাইরাল ভিডিও তাই শুধু সৌন্দর্যের গল্প নয়, এটি সচেতনতারও বার্তা, যা মনে করিয়ে দেয় প্রাকৃতিক পরিবেশের প্রতি আমাদের ছোট ভুলও বড় ক্ষতির কারণ হতে পারে।