You will be redirected to an external website

মোদির ‘সুশাসনে’র ফল! পাঁচ বছরে ভারত ছাড়লেন প্রায় ৯ লক্ষ নাগরিক, উদ্বেগ ‘ব্রেন ড্রেন’ নিয়ে

Result of Modi's 'Good Governance'! Nearly 900,000 citizens left India in five years.

কিন্তু কেন দেশ ছাড়ছেন এত নাগরিক?

CAA’র মাধ্যমে ভিনদেশিদের নাগরিকত্ব দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে ভারত সরকার। নিন্দুকেরা বলেন, এনআরসির মাধ্যমে এ দেশে বসবাসকারীদের নাগরিকত্ব কেড়ে নেওয়ার পরিকল্পনাও রয়েছে কেন্দ্রের। কিন্তু এসবের মধ্যে যেটা অলক্ষ্যে থেকে যাচ্ছে সেটা হল প্রতিবছর বৈধ ভারতীয়দের দেশত্যাগ। নরেন্দ্র মোদি সরকারের দেওয়া পরিসংখ্যানই বলছে এ বছরে দেশ ছেড়েছে ২ লক্ষেরও বেশি ভারতীয়। পাঁচ বছরে সংখ্যাটা প্রায় ৯ লক্ষ।

রাজ্যসভায় এক লিখিত প্রশ্নের জবাবে মোদি সরকার জানিয়েছে, শুধুমাত্র ২০২৪ সালে ভারত ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দু’লক্ষ ৬ হাজার মানুষ। ২০২২ এবং ২০২৩ সালেও দু’লক্ষের বেশি মানুষ ভারতের নাগরিকত্ব ছেড়েছেন। বস্তুত গত কয়েক বছরেই ভারতের নাগরিকত্ব ছাড়ার প্রবণতা উদ্বেগ বাড়াচ্ছে।

ভারতীয়দের নাগরিকত্ব ছাড়ার প্রবণতা:

 

২০২৪: ২,০৬,৩৭৮ জন
২০২৩: ২,১৬,২১৯ জন
২০২২: ২,২৫,৬২০ জন
২০২১: ১,৬৩,৩৭৯ জন
২০২০: ৮৫.২৫৬ জন

সচরাচর নাগরিকরা এভাবে দেশ ছাড়েন বিদেশে ভালো চাকরি বা ব্যবসার সুযোগ পেলেই। বিদেশি সংস্থায় মোটা মাইনের চাকরি বা অন্য দেশে ভালো সুযোগ-সুবিধার আশায় অনেক সময় দেশের সেরা মেধাবিরা ভিনদেশে পাড়ি দেন। যাকে বলা হয়, ‘ব্রেন ড্রেন’। এই ‘ব্রেন ড্রেন’ যে কোনও উন্নয়নশীল দেশের জন্য সমস্যার ও উদ্বেগের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবর দাবি করেন, তাঁর আমলে নাগরিকদের জীবনযাত্রার মান বেড়েছে। কমেছে জটিলতা। কিন্তু যেভাবে ভারতের ব্রেন ড্রেন হচ্ছে, সেটা অন্তত উলটো কথা বলছে।

কিন্তু কেন দেশ ছাড়ছেন এত নাগরিক?
ওয়াকিবহাল মহলের মতে, গত কয়েক বছরে ভারতের করকাঠামো জটিল হয়েছে। ভালো কাজের সুযোগ কমছে। তাছাড়া দূষণ, অসহিষ্ণুতা, হিংসা, জঙ্গি হানার মতো ঘটনাও উদ্বেগ বাড়াচ্ছে শিক্ষিত, উচ্চাকাঙ্ক্ষী ভারতীয়দের মধ্যে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

In Rajasthan, the school's roof collapsed due to continuous heavy rainfall. Read Next

রাজস্থানে টানা বৃষ্টিতে...