we will redirect to expressnews.network in 10 seconds Close

You will be redirected to an external website

এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ায় চ্যালেঞ্চ! ডিভিশন বেঞ্চের দ্বারস্থ চাকরিপ্রার্থীদের একাংশ

Challenge in SSC new recruitment process! A section of job seekers approach the division bench

হাইকোর্ট

এসএসসি নতুন নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞাপণ নিয়ে সিঙ্গেল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্চ করল চাকরিহারাদের একাংশ। যে নতুন বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে একাধিক বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে পরীক্ষার্থীরা।  সোমবার কলকাতা হাই কোর্টের সিঙ্গল বেঞ্চ নির্দেশ দিয়েছে, সুপ্রিম কোর্টের রায় মেনে এসএসসি নিয়োগ প্রক্রিয়া থেকে পুরোপুরি বাদ দিতে হবে ‘চিহ্নিত অযোগ্য’দের। তেমন কেউ ইতিমধ্যে আবেদন করলে তা অবিলম্বে বাতিল করতে হবে। ফের নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি জারির নির্দেশ কলকাতা হাই কোর্টের।

উল্লেখ্য নিয়োগ প্রক্রিয়ার নতুন বিজ্ঞপ্তিতে শিক্ষকতা করার জন্। অতিরিক্ত ১০ নম্বর দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। বিজ্ঞপ্তির এই নিয়মকেই প্রশ্নতুলেছেন চাকরীপ্রার্থীরা। তাদের বক্তব্য নিয়োগটাই যখন সঠিক ভাবে হয়নি সেখানে অতিরিক্ত নম্বর কেন দেওয়া হবে? শুধু তাই নয়, অতিরিক্ত নম্বরের ফলে অনেক প্রার্থীকে সমস্যায় পড়তে হবে বলেও দাবি। আদালতে জানানো হয়েছে, নিয়োগের বয়সসীমা নিয়মেও বিভ্রান্তি রয়েছে। সিঙ্গল বেঞ্চ এই বিষয়ে কোনও বার্তা দেয়নি। এবার এই বিষয়ে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলেন মামলাকারীরা।

মামলাকারীর দাবি ছিল, ৪৪ হাজার নিয়োগের যে বিজ্ঞপ্তি ও রুল প্রকাশ করা হয়েছে তা অবৈধ। বয়সের ছাড় থেকে অভিজ্ঞতার নম্বর, সব ক্ষেত্রে নির্দেশ লঙ্ঘন করা হয়েছে বলেই দাবি। প্রসঙ্গত, এসএসসির আগের বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় ছিল ৫৫ নম্বর। শিক্ষাগত যোগ্যতার উপরে ছিল ৩৫ নম্বর। ইন্টারভিউয়ে ক্ষেত্রে নম্বর ছিল ১০। নতুন বিজ্ঞপ্তিতে লিখিত পরীক্ষায় নম্বর বাড়িয়ে করা হয়েছে ৬০। শিক্ষাগত যোগ্যতার উপরে থাকবে সর্বোচ্চ ১০ নম্বর। এখানে ২৫ নম্বর কমিয়ে দেওয়া হয়েছে। বদলে যোগ করা হয়েছে শিক্ষকতার অভিজ্ঞতা এবং ‘লেকচার ডেমোস্ট্রেশন’-এ। শিক্ষকতার অভিজ্ঞতা এবং পড়ানোর দক্ষতার জন্য অতিরিক্ত ২০ নম্বর থাকছে। ইন্টারভিউয়ের জন্য আগের মতোই ১০ নম্বর থাকছে নতুন নিয়োগের ক্ষেত্রেও।

AUTHOR :Sukanya Majumder

I am Sukanya Majumdar. I have completed a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. I have also completed a practical course in News Reading and Copy Editing from Fox Media School. Currently, I am working as a Copywriter and Social Media Desk Personnel at Express News.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Vidyasagar University apologizes for question paper scandal, VC Deepak Kar says 'unintentional mistake' in press conference Read Next

প্রশ্নপত্র কান্ডে ক্ষমা...