অমিত শাহকে ফোন করে রিপোর্ট নিলেন মোদী, ঘটনার তদন্তভার পেল এনআইএ |
লালকেল্লা কাণ্ডের জের, কলকাতা-সহ দেশের সবকটি শহরে নিরাপত্তায় জোর
লালকেল্লা কাণ্ডের জের
রাজধানী দিল্লির (New Delhi) লালকেল্লার সামনে (Red Fort incident) বিস্ফোরণ কাণ্ডের (Delhi Blast) জেরে নড়েচড়ে বসল সারা দেশের নিরাপত্তা ব্যবস্থা (Security)। ঘটনার নেপথ্যে জঙ্গিযোগের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এহেন পরিস্থিতিতে দিল্লির পাশাপাশি কলকাতা (Kolkata)-সহ দেশের সব কটি বড় শহরে জারি করা হল হাই অ্যালার্ট।
এ ব্যাপারে এদিন রাত সাড়ে আটটা পর্যন্ত কলকাতা পুলিশের তরফে কোনও বিবৃতি প্রকাশ্যে আনা হয়নি। তবে এ ব্যাপারে লালবাজারের কন্ট্রোল রুমে যোগাযোগ করা হলে পুলিশের তরফে জানানো হয়েছে, এসব ক্ষেত্রে সাধারণত রুটিন অ্যালার্ট জারি করা হয়ে থাকে। এক্ষেত্রেও দিল্লিকাণ্ডের পর সেই সতর্কতা জারি হয়েছে।
সূত্রের খবর, শহরের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এদিন সন্ধ্যেয় উচ্চ পদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেছেন কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা। সেই সঙ্গে শহরের সব কটি থানা এলাকায় নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জানা যাচ্ছে, কলকাতা-সহ সব বড় শহরের থানায়, মেট্রো স্টেশনে, রেলওয়ে জংশনে নিরাপত্তার নজরদারি বাড়ানো হয়েছে। সন্দেহভাজন ব্যাগ বা ব্যাক্তি দেখলেই তল্লাশি করা হচ্ছে। বিশেষভাবে মেট্রো ও বিমানবন্দর এলাকায় সিসিটিভি ক্যামেরার নজরদারি বাড়ানো হয়েছে।
এদিন সন্ধ্যে ৬টা ৫৫ মিনিট নাগাদ দিল্লির লালকেল্লার অদূরে মেট্রো স্টেশনের ১ নম্বর গেটের পার্কিংয়ে সামনে দাঁড়িয়ে থাকা গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের (Red Fort Explosion) পরই আগুন ধরে যায় আশপাশে দাঁড়িয়ে থাকা আরও তিনটি গাড়িতে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকল ও উদ্ধারকারী দল। অসমর্থিত সূত্রের খবর, মৃতের সংখ্যা অন্ততপক্ষে ৯ জন। আহত একাধিক। ঘটনার জেরে রাজধানীতে সাধারণ মানুষের মধ্যে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। এরপরই দেশের সব কটি বড় শহরে নিরাপত্তা জোরদার করা হল বলে খবর।