You will be redirected to an external website

SIR চালু হতেই ফাঁকা হচ্ছে কলকাতার একাধিক ঝুপড়ি-বসতি! রাতের অন্ধকারে উধাও ওরা

Since the launch of SIR, several slums in Kolkata and the adjoining 24 Parganas have been locked down.

SIR চালু হতেই ফাঁকা হচ্ছে কলকাতা

SIR চালুর পর থেকেই কলকাতা (Kolkata) এবং সংলগ্ন দুই ২৪ পরগনার একের পর এক ঝুপড়ি-বসতিতে (Several slums) ঝুলছে তালা। রাতারাতি উধাও বহু পরিচিত মুখ—যাদের কেউ ‘রহিমার মা’, কেউ বা ‘মিনতির মা’ নামে এলাকায় পরিচিত ছিল। অভিযোগ, বাংলাদেশ থেকে আসা সেই বাসিন্দারাই এখন গা ঢাকা দিচ্ছেন। আতঙ্ক ছড়াচ্ছে—সত্যিই কি তবে বিরোধীদের আশঙ্কাই বাস্তব রূপ নিচ্ছে?

নিউ টাউনের প্রান্তে কিংবা বিরাটির শরৎ কলোনিতে—একই ছবি। তালা পড়া ঘর, খালি উঠোন, আর ফিসফিসানি—“রাতে নাকি সবাই চলে গেছে।” স্থানীয়দের দাবি, বহু বছর ধরে এইসব এলাকায় বসবাস করা একাধিক পরিবার এসআইআর ঘোষণার পরই উধাও!

বিরাটির শরৎ কলোনির বাসিন্দা অপলা মিত্র বলেন, “২৫ বছর ধরে আমার বাড়িতে কাজ করতেন রহিমার মা। হঠাৎই বললেন, কাজ ছেড়ে দেবেন। বললেন, এখানে থাকা যাচ্ছে না, বাংলাদেশে ফিরে যাবেন। আতঙ্কে ছিলেন, কিন্তু কী কারণে—তা বলেননি।”
একই সুর গীতিকা বসুর গলাতেও। তাঁর কথায়, “আমার গৃহ সহায়িকা অনেক দিন ধরে কাজ করছিলেন। কয়েকদিন আগে বলল—সবাই নাকি বাংলাদেশ চলে যাচ্ছে। তারপর আর এলই না।”

বিশরপাড়ার ছবিটাও আলাদা নয়। কেউ ফিরছেন সীমান্তের ওপারে, কেউ আবার থেকে গিয়েও দিশেহারা। যেমন মহম্মদ আলম—তার হাতে ভোটার কার্ড, তবু চোখে ভয়। 

“ভোট দিয়েছি, বউয়ের নামও ভোটার লিস্টে। কিন্তু ২০০২ সালের আগের কোনো কাগজ নেই। এখন যদি তাড়িয়ে দেয়, যাব কোথায়?”—প্রশ্ন তাঁর গলায়।

আর সাবিনা বিবির আতঙ্ক আরও গভীর, “আমি এখানেই জন্মেছি, আমার সব কাগজ আছে। কিন্তু মা-বাবার তো নেই। যদি তাদের যেতে হয়, আমি একা থাকব কী করে?”

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

CEC Gyanesh Kumar had earlier clarified that BLO is a full-time job! But even then, a doubt arose somewhere. Read Next

SIR ‘ফুলটাইম জব’, স্পষ্ট কর...