শুটিং সেটে গুরুতর আহত শাহরুখ
অ্যাকশন দৃশ্যের শুটিং চলাকালীন চোট পেয়েছেন বলিউড সুপারস্টার শাহরুখ খান (Shah Rukh Khan)। সূত্রের খবর, পেশিতে গুরুতর আঘাত পেয়েছেন অভিনেতা, যার জেরে মাঝপথেই বন্ধ করে দিতে হয়েছে তাঁর আসন্ন ছবি ‘কিং’-এর (King Movie) শুটিং। তড়িঘড়ি চিকিৎসার জন্য শাহরুখকে নিয়ে যাওয়া হচ্ছে আমেরিকায়। সেখানকার একটি হাসপাতালে তাঁর চিকিৎসা হবে বলেই খবর।
এই খবরে উদ্বেগ প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এক্স (সাবেক টুইটার)-এ টুইট করে তিনি লেখেন, 'শুটিং চলাকালীন আমার ভাই শাহরুখ খানের পেশিতে চোট পাওয়ার খবর শুনে আমি গভীরভাবে উদ্বিগ্ন। ওঁর দ্রুত আরোগ্য কামনা করি।'
প্রসঙ্গত, ‘কিং’ ছবির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন শাহরুখ। এটি তাঁর বহু প্রতীক্ষিত অ্যাকশন থ্রিলার, যেখানে তাঁর সঙ্গে রয়েছেন মেয়ে সুহানা খান। ছবিটির পরিচালনা করছেন ‘পাতাল লোক’ খ্যাত সুজিত সরকার, প্রযোজনায় রয়েছেন সিদ্ধার্থ আনন্দ। তবে এই চোটের জেরে আপাতত থমকে গেল ছবির শুটিং।
সম্প্রতি লন্ডনে এবং মুম্বইয়ের গোল্ডেন টোবাকো স্টুডিয়োয় এই ছবির একাধিক ধাপে শুটিং চলছিল। জানা যাচ্ছে, একটি অ্যাকশন দৃশ্যের সময় স্টান্ট করতে গিয়েই চোট পান অভিনেতা। ঠিক কোথায় বা কতটা আঘাত লেগেছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি শাহরুখের টিম। তবে ঘনিষ্ঠ মহলের দাবি, আঘাত গুরুতর না হলেও, অতীতের একটি পুরনো পেশির সমস্যার জেরে এই মুহূর্তে তাঁকে বিশ্রামে রাখা জরুরি।
এর আগেও একাধিকবার শুটিং চলাকালীন শাহরুখ চোট পেয়েছেন। কখনও কাঁধে, কখনও পায়ে। এবার পেশিতে গুরুতর আঘাতের খবর সামনে আসায় উদ্বেগে তাঁর অনুরাগীরা। অনেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন।