‘বিহার থেকে ইতালি গিয়ে প্রচার করুন
বিহার ভোটের শেষ দফার আগে ফের সরাসরি আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। রবিবার আরওয়ালে এক নির্বাচনী সভায় তিনি কটাক্ষ করে বলেন, “রাহুল গান্ধী (Rahul Gandhi) ‘ভোট চুরি’ (Vote Chori) নিয়ে এত কথা বলছেন কারণ ভোটার তালিকা থেকে অনুপ্রবেশকারীদের নাম মুছে দেওয়া হয়েছে। তিনি চাইলে বিহার থেকে ইতালি (Bihar To Italy) পর্যন্ত যাত্রা করতে পারেন, কিন্তু আমরা অনুপ্রবেশকারীদের থাকতে দেব না।”
রাহুল গান্ধীর সাম্প্রতিক ‘ভোট অধিকারের যাত্রা’ (Vote Adhikar Yatra) নিয়ে ঠাট্টা করে শাহ বলেন, “যদি সত্যিই তাঁর মনে হয় ভোট চুরি হচ্ছে, তবে তিনি নির্বাচন কমিশনে অভিযোগ করুন, সভা-সমিতি করে নাটক নয়।”
অমিত শাহের বক্তব্যে ইঙ্গিত ছিল রাহুল গান্ধীর সাম্প্রতিক অভিযোগগুলির দিকেই— যেখানে কংগ্রেস সাংসদ দাবি করেছেন, বিজেপি-শাসিত রাজ্যগুলিতে ভোট “চুরি হচ্ছে”। গত সপ্তাহে তিনি অভিযোগ করেছিলেন, হরিয়ানায় বিজেপি “ডুপ্লিকেট, ভুয়ো ও বাল্ক ভোটিং”-এর মাধ্যমে ফলাফল বদলে দিয়েছে। এমনকি তিনি সোশ্যাল মিডিয়ায় এক ব্রাজিলিয়ান মডেলের ছবি দেখিয়ে দাবি করেন, “এই একই মুখ ২২ বার ভোটার তালিকায় নাম তুলেছে।”
অমিত শাহের মতে, এসব অভিযোগ ভোটের আগে “রাজনৈতিক নাটক” ছাড়া কিছু নয়। তিনি বলেন, “মোদীজির নেতৃত্বে আমরা নকশালবাদকে নির্মূল করেছি। কিন্তু যদি সামান্য সুযোগও এই লাল পতাকা বাহিনীর হাতে যায়, তবে বিহার আবার সেই পুরনো অশান্ত দিনে ফিরে যাবে।”
বিহারের ভোটের প্রচার রবিবারই শেষ হয়েছে। মঙ্গলবার, অর্থাৎ ১১ নভেম্বর রাজ্যে শেষ দফার ভোটগ্রহণ, আর ১৪ নভেম্বর ফলাফল ঘোষণা হবে।
এদিকে, ভোটার তালিকার বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (Special Intensive Revision বা SIR) আসলে “ভোট চুরি ঢাকার এবং সেটিকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার চেষ্টা” হচ্ছে বলে আবারও বিস্ফোরক অভিযোগ তুলেছেন লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রবিবার মধ্যপ্রদেশের পচমাড়ি থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, “হরিয়ানার মতো ভোট চুরি ঘটেছে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র ও ছত্তীসগড়েও।”
রাহুলের দাবি, “ভোট চুরি একটা বাস্তব ঘটনা। এখন এসআইআর-এর মাধ্যমে সেটাকে ঢাকার চেষ্টা হচ্ছে, সেই চুরিকেই নিয়মতান্ত্রিক করে তোলা হচ্ছে।”