You will be redirected to an external website

‘বন্দনীয় হ্যায় দেশ মেরা’, মোদীর জন্মদিনে গানে ভারতের নতুন উড়ানের কথা

Lyricist Prasun Joshi dedicated a song to the Prime Minister on his birthday. The song was sung by Shankar Mahadevan.

মোদীর জন্মদিনে গানে ভারতের নতুন উড়ানের কথা

প্রধানমন্ত্রীর জন্মদিনে তাঁকে উৎসর্গ করে গান লিখলেন গীতিকার প্রসূন জোশী। সেই গান গাইলেন শঙ্কর মহাদেবন। গানে ভারতের নতুন উড়ানের কথা বলা হয়েছে।৩ মিনিট ৩৫ সেকেন্ডের গানে ভারতের উন্নয়নের কথা তুলে ধরা হয়েছে। ভারতের বন্দনা করে গানের শুরুতেই বলা হয়, “বন্দনীয় হ্যায় দেশ মেরা, অভিনন্দনীয় হ্যায় দেশ মেরা।” দেশের নতুন উড়ানের কথা তুলে ধরে বলা হয়, “আজ কিসি নে নীল গগন পর ফির সে সূর্য সজায়া হ্যায়।”

 

গানে কুম্ভমেলার ছবি যেমন দেখানো হয়েছে। তেমনই দেখানো হয়েছে রামমন্দিরে মোদীর আরতির ছবি। ভারতের চন্দ্র অভিযান। খেলাধূলায় ভারতের সাফল্যের কথা বলা হয়েছে গানে। জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রী মোদীর ছবি। পাকিস্তানে জঙ্গিঘাঁটিতে ভারতীয় সেনার আঘাত হানার ছবি দেখানো হয়েছে। আর গানে বলা হয়, যখনই দেশের কথা এসেছে, সমঝোতা কখনও করেননি।

প্রধানমন্ত্রী বিশ্বকে বুঝিয়ে দিয়েছেন, তাঁর কাছে ভারতের স্বার্থ সবার আগে। গানে সেটাই তুলে ধরা হয়েছে। গানে বলা হয়, ‘ভারত প্রথম’ এই বার্তা তিনি পৌঁছে দিয়েছেন। মোদীর শাসনকালে ভারতের উড়ানের ছবি তুলে ধরতে গিয়ে কয়েক মুহূর্তের জন্য হাওড়া থেকে গঙ্গার নীচ দিয়ে মেট্রোর লাইনের ছবিও দেখানো হয়। ৩ মিনিট ৩৫ সেকেন্ডের এই গানটি জন্মদিনে প্রধানমন্ত্রীকে উৎসর্গ করেছেন গায়ক ও গীতিকার।

নরেন্দ্র মোদীর জন্ম ১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর। গুজরাটের মেহসানা জেলায়। এদিন তাঁর ৭৫ তম জন্মদিনে দেশজুড়ে নানা কর্মসূচি নিয়েছে বিজেপি। দেশ-বিদেশের নেতা-রাষ্ট্রনেতা ও বিশিষ্টজনরা তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Another terrible infection. People are getting infected one after another. Deaths are happening one after another Read Next

ব্রেন কুড়ে কুড়ে খাচ্ছ...