You will be redirected to an external website

উত্তপ্ত ঢাকায় পৌঁছল হাদির দেহ, তিল ধারণের জায়গা নেই বিমানবন্দরে

The body of Inqilab Mancha spokesperson Sharif Osman Hadi has finally returned to the scorching heat of Dhaka.

উত্তপ্ত ঢাকায় পৌঁছল হাদির দেহ,

অবশেষে উত্তপ্ত ঢাকায় ফিরল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ। সিঙ্গাপুর থেকে উড়ান ভরার পর শুক্রবার ৫টা ৪৮ মিনিটে (বাংলাদেশের সময়) ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ বিমান। হাদির দেহ দেশে ফেরার খবর পেয়ে বিমানবন্দর চত্বরে ভিড় জমে বহু মানুষের। জানা যাচ্ছে, হাদির দেহ রাখা থাকবে মর্গে। শনিবার তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হবে।

বাংলাদেশ প্রশাসনের তরফে জানা গিয়েছে, বাংলাদেশের সময় অনুযায়ী শুক্রবার দুপুর ২টো নাগাদ হাদির মরদেহ নিয়ে সিঙ্গাপুর থেকে বাংলাদেশের উদ্দেশে রওনা দেয় বিমানটি। সন্ধ্যায় সেই বিমান ঢাকায় অবতরণ করার পর সেখানে তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এরপর বিমানবন্দরের ৮ নম্বর গেট দিয়ে মর্গে নিয়ে যাওয়া হয় তাঁর দেহ। ইউনুস প্রশাসনের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, আগামিকাল বেলা দুটো নাগাদ জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। সেই অনুষ্ঠানে যারা উপস্থিত হবেন তাঁদের জন্য বিশেষ বার্তা দেওয়া হয়েছে। প্রশাসন জানিয়েছে, কেউ যেন সেখানে কোনও ধরনের ব্যাগ বা ভারী বস্তু বহন না করেন। ওই অনুষ্ঠানের আশপাশে ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে প্রশাসন।

বৃহস্পতিবার রাত পৌনে দশটা নাগাদ সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির। ঢাকা ৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র্য প্রার্থী ছিলেন তিনি। বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় তিনি গুলিবিদ্ধ হন। সেই সময় নমাজ সেরে রিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। সঙ্গে সঙ্গে তাঁকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখান থেকে পাঠানো হয় সিঙ্গাপুরে। পুলিশ সূত্রে খবর, মোটর সাইকেলে এসে দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। তবে কে বা কারা হামলা করল, তা এখনও অজ্ঞাত।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Yellow alert issued in Delhi. Leader of the Opposition Rahul Gandhi proposed a discussion in Parliament regarding pollution Read Next

দিল্লিতে জারি হলুদ সতর্...