শুরু হল মোদীর বায়োপিক শ্যুটিংয়ের কাজ!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জীবনকথা এবার বড় পর্দায় নতুন আঙ্গিকে। শুরু হয়ে গেল তাঁর বায়োপিক ‘মা বন্দে’ (Ma Bande)–র শুটিং। পুজো পাঠের মধ্য দিয়ে ছবির আনুষ্ঠানিক যাত্রা শুরু করল ছবির টিম। পরিচালনার দায়িত্বে রয়েছেন সিএইচ ক্রান্তি (CH Kranti)। আর দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)–র চরিত্রে অভিনয় করতে দেখা যাবে জনপ্রিয় মালয়লম অভিনেতা উন্নি মুকুন্দন (Unni Mukundan)–কে।
শুটিং শুরুর মুহূর্তের ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন নির্মাতারা, যা নিয়ে দর্শকমহলে কৌতূহল তুঙ্গে।
এই ছবি শুধুই রাজনৈতিক জীবনের কাহিনি নয়। ‘মা বন্দে’ মূলত এক মা ও ছেলের সম্পর্কের আবেগঘন আখ্যান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শৈশব, বেড়ে ওঠা, সংগ্রাম এবং তাঁর জীবনের প্রতিটি ধাপে মা হীরাবেন মোদীর (Heeraben Modi) অবদানই এই ছবির কেন্দ্রবিন্দু। নির্মাতাদের দাবি, সম্পূর্ণ সত্য ঘটনা অবলম্বনেই তৈরি হচ্ছে এই ছবি। কোনও কল্পনা বা রঙচঙে নাটকীয়তা নয়, বাস্তব জীবনের অনুভূতি ও সম্পর্কের টান দেখা যাবে।
উল্লেখযোগ্য বিষয় হল, এই ছবির আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছিল গত ১৭ সেপ্টেম্বর—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে। সেদিনই জানানো হয়, তাঁর জীবনের এমন এক অধ্যায়কে পর্দায় তুলে ধরা হবে, যা সাধারণত রাজনৈতিক আলোচনার আড়ালেই থেকে যায়। ২০২২ সালে মাতৃহারা হয়েছিলেন প্রধানমন্ত্রী। সেই সময় প্রবল ব্যক্তিগত শোকের মধ্যেও তিনি দেশের দায়িত্ব পালন থেকে এক মুহূর্তের জন্যও সরে দাঁড়াননি। বারবার বিভিন্ন বক্তৃতায় বলেছেন, “আমার মা-ই আমার জীবনের অনুপ্রেরণা।” সেই কথারই যেন চলচ্চিত্ররূপ হতে চলেছে ‘মা বন্দে’।
ছবিতে দেখানো হবে কীভাবে ছোটবেলা থেকে মায়ের হাত ধরে জীবনবোধ শিখেছেন নরেন্দ্র মোদী। চায়ের দোকানে কাজ করা থেকে শুরু করে কঠোর জীবনসংগ্রাম—সবকিছুর মধ্যেই কীভাবে হীরাবেন মোদী ছেলের পাশে থেকেছেন, তাঁকে সাহস জুগিয়েছেন, অনুপ্রেরণা দিয়েছেন, সেই দিকটিই বিশেষভাবে তুলে ধরা হবে। নির্মাতারা মনে করছেন, এই মা-ছেলের সম্পর্কের বুনোট দর্শকের আবেগে সরাসরি নাড়া দেবে।
পরিচালক সিএইচ ক্রান্তি জানিয়েছেন, এই ছবি কোনও প্রচলিত বায়োপিক নয়। এখানে রাজনীতির চেয়েও বেশি গুরুত্ব পাবে মানুষ নরেন্দ্র মোদী এবং তাঁর পারিবারিক শিকড়। অভিনেতা উন্নি মুকুন্দনের নির্বাচন নিয়েও ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। দক্ষিণী ছবিতে তাঁর শক্তিশালী অভিনয় ও শারীরিক গড়ন এই চরিত্রের জন্য উপযুক্ত বলেই মনে করছেন অনেকে। শুটিং শুরুর ভিডিওতে তাঁকে একেবারে আলাদা লুকে দেখা গিয়েছে, যা কৌতূহল আরও বাড়িয়েছে।