ডিভোর্স মামলা খারিজ হওয়ায় অসন্তুষ্ট শোভন, রত্নার বিরুদ্ধে উচ্চতর আদালতে যাওয়ার ইঙ্গিত |
কৃষ্ণনগরে দিনে দুপুরে শুটআউট! বাড়িতে ঢুকে কলেজছাত্রীকে গুলি
প্রতিকী ছবি
প্রকাশ্যে দিনের আলোয় নৃশংসকাণ্ড কৃষ্ণনগরে। কলেজছাত্রীকে গুলি করে খুন করার অভিযোগ উঠল যুবকের বিরুদ্ধে। সোমবার দুপুরে তরুণীর বাড়িতে ঢুকে গুলি চালায় অভিযুক্ত। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
জানা গেছে, নিহত তরুণীর নাম ইশিতা মল্লিক (১৯)। এদিন দুপুরে আচমকাই এক যুবক ওই কলেজ ছাত্রীর বাড়ির দোতলায় উঠে এলোপাথারি গুলি চালাতে শুরু করেন। গুলিবিদ্ধ হন তরুণী। রক্তে ভেসে যায় চারিদিক। ঘটনার পরই পালিয়ে যায় আততায়ী। ঘটনাস্থলেই মৃত্যু তরুণীর।
ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তরুণীর শরীরে দু'টি গুলির আঘাতের চিহ্ন রয়েছে বলে খবর। নিহত তরুণীর পরিবার সূত্রে জানা গেছে, ঘটনার সময় বাড়িতে ছিলেন তাঁর মা ও ভাই। দেবরাজকে বাড়িতে ঢুকতে বাধা দেওয়া হলেও বন্দুকের ভয় দেখিয়ে দোতলায় উঠে যায়। তাঁদের চোখের সামনেই মেয়েকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পালায় অভিযুক্ত।
পুলিশের তরফে আরও জানা গেছে, অভিযুক্ত তরুণীর পূর্ব পরিচিত। তাঁর নাম দেবরাজ সিংহ। কাঁচরাপাড়া পড়তে যাওয়ার সুবাদে যুবকের সঙ্গে পরিচয় হয় তরুণীর। সেখান থেকেই প্রেমের সম্পর্ক তৈরি হয়। গোটা ঘটনার নেপথ্যে প্রেমঘটিত কারণ থাকতে পারে। কিছু সময় ধরেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। সেই রাগ থেকেই তাঁকে খুন করা হয়েছে বলে অনুমান। তবে খুনের আসল উদ্দেশ্য জানতে পলাতক যুবকের খোঁজ করা হচ্ছে।