You will be redirected to an external website

‘আবারও মামলা হবে…’, এসএসসি-র সদ্য সমাপ্ত পরীক্ষা নিয়েই আশঙ্কার বাণী শোনালেন শুভেন্দু

Shuvendu sounded a message of concern regarding the recently concluded SSC exams

এসএসসি পরীক্ষা নিয়ে শুভেন্দু অধিকারী

এই পরীক্ষা নিয়েও মামলা হবে, বললেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “পরীক্ষার নামে যা হয়েছে, তা প্রহসন। এই প্রশ্ন কোন শিক্ষক শিক্ষিকাদের প্রশ্ন হতে পারে না। এদের আসল লক্ষ্য হল, সবাইকে পাস করিয়ে দেওয়া। এই যে ১৫ নম্বর রয়েছে, সেটা দিয়ে যাঁরা টাকা দিয়েছে এবং যাঁদের টাকা ফেরত দিতে পারিনি তৃণমূল, তাঁদের চাকরি পাইয়ে দেওয়া। এক্ষেত্রে আবার দুর্নীতি হবে।”

শুভেন্দুর দাবি, এবারের পরীক্ষার্থীদের ভিড়ে মিশে ছিলেন দাগি পরীক্ষার্থীরাও। তাঁর বক্তব্য, “১৫২ জন দাগি পরীক্ষা দিয়েছে। নিশ্চিত ভাবেই মামলা হবে। যারা মামলা করবে তাঁদের কাছে আমরা সমস্ত তথ্য পৌঁছে দেব।”

উল্লেখ্য, এই একই আশঙ্কা গতকালই প্রকাশ করেছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তিনি বলেন, , “আমাদের মতে, দুর্নীতিগ্রস্তদের যে তালিকা স্কুল সার্ভিস কমিশন দিয়েছে, তা অসম্পূর্ণ। এবারের চাকরিপ্রার্থীদের ভিড়ে কোনও দুর্নীতিগ্রস্ত লুকিয়ে রয়েছে কিনা, অর্থাৎ যাঁরা দুর্নীতিগ্রস্ত, তাঁরাও পরীক্ষা দিয়েছেন, তাহলে তা বাতিল হবে।  তার দায় স্কুল সার্ভিস কমিশনকেই নিতে হবে।”

এবারে পরীক্ষা দিয়ে ফেরার পর একাধিক পরীক্ষার্থীর প্রতিক্রিয়া নিয়েছিল TV9 বাংলা। অনেকের মধ্যেই একটা অনিশ্চয়তা এখনও কাজ করছে। তাঁরা এখনও ভরসা রাখতে পারছেন না, আদৌ এবারের পরীক্ষাতেও যে কোনও দুর্নীতি হবে না! সে কারণে ইন্টারভিউ ও ডেমোস্ট্রেশনের সময়ে গোটা প্রক্রিয়া ভিডিয়োগ্রাফি করার দাবিও জানিয়েছেন তাঁরা। তবে সে বিষয়ে এখনই নিজের সিদ্ধান্ত জানায়নি এসএসসি।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Eastern Command is gaining importance, Modi will hold a defense meeting in Fort William on September 15 Read Next

গুরুত্ব বাড়ছে ইস্টার্ন ...