Orange Pudding: শীতের লোভনীয় ডেজার্ট, ঝটপট জেনে নিন কমলালেবুর পুডিং এর রেসিপি |
বাথরুমে ঢুকে চিতাবাঘের মুখোমুখি শিলিগুড়ির যুবক, তুমুল আতঙ্ক শিবমন্দির এলাকায়
বাথরুমে ঢুকে চিতাবাঘের মুখোমুখি শিলিগুড়ির যুবক
মঙ্গলবার সকালে শোরগোল পড়ে শিলিগুড়ির শিবমন্দির এলাকায়। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের পাশে এক বাড়ির বাথরুমে হঠাৎ দেখা মিলল চিতাবাঘের! ঘটনা জানাজানি হতেই এলাকায় তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বাড়ির বাথরুমে ঢুকতেই চিতাবাঘের মুখোমুখি হন অভিষেক প্রসাদ নামে বছর ২৮ এর এক যুবক। কোনও কিছু বুঝে ওঠার আগেই ঘাপটি মেরে থাকা চিতাবাঘটি তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে। তাঁর মুখ, বুক ও হাতে গভীর ক্ষত হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে স্থানীয় একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।
বাড়ির মালিক বিশ্বনাথ দে বলেন, “সকালে হঠাৎ চিৎকার শুনে উপর থেকে উঁকি মারতেই দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে অভিষেক। নীচে নেমে দেখি ওর শরীরে সর্বত্র আঁচড়ের দাগ। তখন ও বলল, চিতাবাঘ হামলা করেছে। আমরা সবাই ভয় পেয়ে গেছি। এখন বাড়ি থেকে বেরোতেও সাহস হচ্ছে না।”
খবর পেয়ে বাগডোগরা বন দফতরের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এলাকায় তল্লাশি শুরু করেন। তবে চিতাবাঘের আর কোনও সন্ধান মেলেনি। স্থানীয়দের মধ্যে প্রশ্ন উঠেছে—শহরের এমন ঘনবসতিপূর্ণ এলাকায় চিতাবাঘ এল কোথা থেকে?বন দফতর সূত্রে জানা গেছে, সম্ভবত কাছাকাছি জঙ্গল বা চা-বাগান এলাকা থেকে খাবারের সন্ধানে লোকালয়ে ঢুকে পড়েছে চিতাবাঘটি। বর্তমানে গোটা এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বনকর্মীরা এলাকায় নজরদারি চালাচ্ছেন। সন্ধের পরে চিতাবাঘ আতঙ্কে শিবমন্দির পাড়া কার্যত শুনশান। কেউই বিশেষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না।
কোনও প্রয়োজন ছাড়া বাইরে বের না হওয়ার জন্য বাসিন্দাদের পরামর্শ দিচ্ছেন বনকর্মীরাও। কারণ ওই চিতাবাঘটি আশেপাশে রয়েছে বলে তাদের অনুমান। তাই রাত নামলে সেটি ফের হানা দিতে পারে বলে মনে করছেন তাঁরা। এলাকায় চলছে নজরদারি। পাশাপাশি সজাগ রয়েছেন বনকর্মীরাও।