You will be redirected to an external website

SIR ‘ফুলটাইম জব’, স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন

CEC Gyanesh Kumar had earlier clarified that BLO is a full-time job! But even then, a doubt arose somewhere.

স্পষ্ট করে দিল নির্বাচন কমিশন

CEC জ্ঞানেশ কুমার আগেই স্পষ্ট করেছিলেন, BLO- ফুলটাইম জব! কিন্তু তারপরও কোথাও গিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। দিনের এক সময়ে BLO-র কর্তব্য সামলে ফের কাজে ফিরতে হবে কিনা, তা নিয়ে ধন্দ তৈরি হচ্ছিল। নির্বাচন কমিশন আরও একবার স্পষ্ট করে দিল, BLO ফুলটাইম জব।

ইতিমধ্যেই কমিশনের এই বিজ্ঞপ্তি বিএলও-দের কাছে জেলাশাসকরা পাঠিয়ে দিচ্ছেন। সেক্ষেত্রে আপাতত স্কুলে যেতে হবে বলে আশাবাদী বিএলও-রা। কমিশন স্পষ্ট করে দিয়েছে, বিএলও হিসাবে যাঁরা কাজ করবেন, তাঁদের দায়িত্ব সর্বক্ষণের। অর্থাৎ তাঁরা এই কয়েকদিন কেবল এই দায়িত্বই যথাযথভাবে পালন করবেন। তাঁদের অন্য দায়িত্ব পালন করতে হবে না।  SIR-এর সময়ে অন ডিউটির দাবির মধ্যেই এই নতুন নির্দেশ দিয়েছে কমিশন।

বিহারের ক্ষেত্রে সেই রাজ্যের মুখ্যসচিব বিএলও-দের এই বিষয়ে ছাড় দিয়েছিলেন। বাংলায় এখনও মুখ্যসচিবের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। স্কুলের শিক্ষকরা মনে করছেন, কমিশনের এই নির্দেশিকাকে হাতিয়ার করে তাঁরা আপাতত স্কুলে না যেতে পারেন।  কিন্তু এই SIR আবহে বাংলার স্কুলগুলো গভীর সঙ্কটের মধ্যে পড়েছে। প্রায় চার হাজারের বেশি স্কুল শিক্ষক শূন্য হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

যুগ্ম সিইও অরিন্দম নিয়োগী বিএলও–দের উদ্দেশে জানিয়েছেন, ৪ ডিসেম্বর পর্যন্ত ‘SIR’–এর কাজটাই বিএলও-রা ফুলটাইম হিসাবে করবেন। সেটাই তাঁদের অগ্রাধিকার থাকবে। সেইমতো সব ERO ও জেলা নির্বাচনী আধিকারিকদের নির্দেশও দেওয়া হয়েছে।

মঙ্গলবার SIR-এর শুরুর দিন ছিল। সেই এই বিষয়টি নিয়ে BLO-দের মধ্যে চরম ধন্দ তৈরি হয়। সেটা কাটিয়ে স্পষ্টভাবে নির্দেশ দেয় নির্বাচন কমিশন। যদিও আরও কিছু বিভ্রান্তি ছিল। যেমন, প্রথম দিন অন্তত বিএলও–রা অধিকাংশ ক্ষেত্রেই নিজ নিজ বুথের সব ভোটারের এনিউমারেশন ফর্ম হাতে পাননি, অনেকে ভোটার পিছু দু’কপি ফর্মের বদলে কেবল একটা করেই পেয়েছেন। অনেকে আবার আই কার্ডও পাননি বলে অভিযোগ ওঠে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

There is a job opportunity in Bharat Sanchar Nigam Limited, the government telecom company of India. Read Next

কেন্দ্রীয় সরকারের চাকরি...