কোমর জলে নেমে শহরের পরিস্থিতি খতিয়ে দেখলেন মেয়র, ছাতা দিয়ে সাফ করলেন রাস্তার জঞ্জালও |
জাতীয় পুরস্কার হাতে ঊনষাটের ‘জওয়ান’ শাহরুখ
জাতীয় পুরস্কার হাতে ঊনষাটের ‘জওয়ান’ শাহরুখ
তিনি রোম্যান্সের জাদুকর, আবার ভিলেনের চরিত্রেও সমান সাবলীল। ‘বাজিগর’-এর অ্যান্টি হিরো থেকে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র চকলেট বয়, ‘দেবদাস’-এর ব্যর্থ প্রেমিক হোক কিংবা ‘চক দে ইন্ডিয়া’র কড়া হকি কোচ, প্রতিটি চরিত্রেই একইরকম প্রাঞ্জল কিং খান শাহরুখ। ৩৩ বছরের অভিনয় জীবনে প্রথমবার সেরা অভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার জিতলেন বলিউড বাদশা। মঙ্গলবার ৭১তম জাতীয় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু হাতে তুলে দিলেন এই সর্বোচ্চ সম্মান।
কালো বন্ধ-গলার শেরওয়ানি আর রোদচশমা পরা শাহরুখ, পোল্যান্ড থেকে হঠাৎই দিল্লি উড়ে এসে পুরস্কার গ্রহণ করেন। মঞ্চে প্রবেশ করতেই বন্ধুবর রানি মুখোপাধ্যায়ের সঙ্গে কুশল বিনিময়, আবার সঞ্চালকের ‘কিং অফ আর্টস’ সম্বোধনে উড়ন্ত চুমুর মুহূর্ত—সবমিলিয়ে মেজাজে ছিলেন একদম বাদশা।অন্যদিকে, ‘মিসেস চ্যাটার্জি ভার্সাস নরওয়ে’-এর জন্য জাতীয় পুরস্কার পান রানি মুখোপাধ্যায়।
শাহরুখ খানের কেরিয়ার শুরু হয়েছিল রোম্যান্টিক ‘রাহুল’ চরিত্রে, ‘কুছ কুছ হোতা হ্যায়’-এর মতো ছবি দিয়ে কোটি দর্শকের হৃদয় জিতে নিয়েছিলেন। এরপর অ্যাকশন, কমেডি ও ড্রামার সবই খেলেছেন। যদিও মাঝে কয়েকবার বক্স অফিসে মুখ থুবড়ে পড়ে তিনি, ‘জিরো’র পর চার বছরের বিরতি নিয়ে আবারও কামব্যাক করেন। পরপর সুপারহিট ‘পাঠান’, ‘জওয়ান’, ‘ডাঙ্কি’—এবার ‘জওয়ান’-এর জন্য জাতীয় পুরস্কার অর্জন, যেন তাঁর কেরিয়ারের ষোলো আনা পূর্ণ হল।