বিধানসভার আগে নন্দীগ্রামে বড় সাফল্য পেল বিজেপি
সামনের বছর বিধানসভা নির্বাচন। তার আগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম বিধানসভায় আরও শক্তি বাড়াল বিজেপি। সেখানে তৃণমূল শিবিরে ভাঙন। বিরোধী দলনেতার উপস্থিতিতে জয়দেব দাসসহ বিজেপির দীর্ঘদিনের ১০ জন নেতৃত্ব নিজেদের ঘরে ফিরে এলেন।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন তমলুক সাংগঠনিক জেলার সভাপতি মলয় সিনহা, জেলার সাধারণ সম্পাদক মেঘনাথ পালরা। তাঁরা জয়দেব দাস সহ তাঁর অনুগামীদের হাতে বিজেপির পতাকা তুলে দেন।
একুশের বিধানসভা নির্বাচনের পরে ২০২২ সালে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিল এই নেতৃতরা। আবারও বিজেপিতে ফিরলেন তাঁরা। যদিও, এদের ঘরওয়াপসি নিয়ে তীব্র কটাক্ষ ছুঁড়েছে তৃণমূলের ব্লক সভাপতি বাপ্পাদিত্য গর্গ। তিনি বলেন, “তৃণমূল হচ্ছে গঙ্গা জলের মতন। ওই জলের সঙ্গে অনেক আবর্জনা চলে আসে। এ দিনের যোগদান খানিক ওই রকম। আর জয়দেব দাস এমন কোনও বড় নেতা নন। না আছে সংগঠন না আছে লোকবল। আর আমরা গরু ছাগল কিনি না ওদের মতন।”
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “কোনও কারণে জয়দেবের মনক্ষুন্ন হয়েছিলেন। আমি সেই কথা বলতে চাই না। এটাকে ঘরে ফেরা বলব। ওরা আসায় বিজেপির শক্তি বৃদ্ধি হল।”