You will be redirected to an external website

শীতের দাপটে জবুথবু বাংলা, শহর কলকাতায় ভাঙছে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

As the new year approaches, the state is gripped by a strong cold wave. The state's lowest temperature record has been repeatedly broken for the past two days

শহর কলকাতায় ভাঙছে সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

নতুন বছর শুরুর মুখে শীতের জোরালো দাপট রাজ্যজুড়ে। গত দুই দিন ধরে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বারবার ভাঙছে। একদিকে উত্তরবঙ্গ এবং অন্যদিকে দক্ষিণবঙ্গের একাধিক জেলা এখন তীব্র শৈত্যপ্রবাহের কবলে।

আলিপুর আবহাওয়া দফতরের (IMD) দেওয়া তথ্য অনুযায়ী, তাপমাত্রার দৌড়ে এবারও প্রথম সারিতে রয়েছে বীরভূমের শ্রীনিকেতন। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাকে টেক্কা দিয়ে এখানকার সর্বনিম্ন তাপমাত্রা নেমে দাঁড়িয়েছে ৮.০ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা নিচে। উত্তরবঙ্গের সমতল এলাকা আলিপুরদুয়ারেও আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.০ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে, পাহাড়ি জেলা দার্জিলিংয়ে হাড়কাঁপানো ঠান্ডা অব্যাহত, সেখানে পারদ ছুঁয়েছে ৪.০ ডিগ্রিতে।

কলকাতার আলিপুর অঞ্চলে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৯ ডিগ্রি সেলসিয়াস, যা এই সময়ের স্বাভাবিক তাপমাত্রার তুলনায় প্রায় ১.৬ ডিগ্রি কম।

জেলাভিত্তিক তাপমাত্রার একনজর (সর্বনিম্ন):
বাঁকুড়া: ৯.৯ ডিগ্রি সেলসিয়াস

বর্ধমান: ১০ ডিগ্রি সেলসিয়াস

পুরুলিয়া ও কল্যাণী: ১০.২ ডিগ্রি সেলসিয়াস

শ্রীনিকেতন (শনিবার): ৯.৭ ডিগ্রি সেলসিয়াস

উত্তরবঙ্গের কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় আজ ছিল ঘন কুয়াশা, যেখানে দৃশ্যমানতা ৫০ থেকে ২০০ মিটারের মধ্যে ঘোরাফেরা করেছে। এছাড়া পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, কলকাতা, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও মালদহ জেলাতেও হালকা থেকে মাঝারি কুয়াশার প্রভাব লক্ষ্য করা গিয়েছে।

হাওয়ার অফিস জানিয়েছে, উত্তরবঙ্গে আগামী সাত দিন তাপমাত্রার বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে দক্ষিণবঙ্গে আগামী পাঁচ দিন তাপমাত্রা প্রায় একই থাকলেও, তার পর থেকে পারদ ২-৩ ডিগ্রি বাড়তে পারে। ফলে নতুন বছরের শুরুতে শীতের দাপট সামান্য কমতে পারে। আপাতত আগামী কয়েক দিন রাজ্যে আবহাওয়া শুষ্ক থাকবে এবং সকালের দিকে কুয়াশা বজায় থাকবে।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...