অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি
অবশেষে প্রকাশিত হল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি ও ডি-র অযোগ্যদের তালিকা। মোট নাম ৩ হাজার ৫১২। এর আগে দাগি শিক্ষক-শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছিল কমিশন। এবার নন-টিচিং কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা।
২০১৬ সালের প্যানেল বাতিলের পর থেকেই যোগ্য চাকরিপ্রার্থীরা দাবি জানিয়েছিলেন - কে কে বেআইনি সুবিধা পেয়েছেন, তা জনসমক্ষে আনতে হবে। সুপ্রিম কোর্টও সেই নির্দেশ দিয়েছিল। প্রথমদিকে দেরি করায় আদালতের তিরস্কারও সহ্য করতে হয় কমিশনকে। অবশেষে নির্দেশ মেনে পুনরায় পরীক্ষা শুরু, আর তার আগে অযোগ্যদের তালিকা সামনে আনল এসএসসি।
রবিবার সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে প্রকাশ করা হয় ওই তালিকা। ঠিক তার কয়েক মিনিট পর রাত ৮টা ৪ মিনিটে গ্রুপ সি-ডি-র পুনঃপরীক্ষার আবেদনের জানালা খুলে দেওয়া হয়। অর্থাৎ যাঁরা বৈধ কর্মী, তাঁরা এবার ফের পরীক্ষা দিতে পারবেন।
কমিশনের নথি বলছে - ওএমআর কারচুপি আর সুপারিশের মাধ্যমে চাকরি পেয়েছিলেন ২ হাজার ৫৯১ জন। অন্যদিকে র্যাঙ্ক জাম্প ও আউট অফ প্যানেল মিলিয়ে আরও ৯২১ জন অযোগ্য ঘোষিত হলেন।
পূর্বের তালিকার মতোই এবারও রাজনৈতিক যোগের ছায়া স্পষ্ট। তৃণমূল নেতৃত্বের ঘনিষ্ঠ বহু নাম ধরা পড়েছে বলে অভিযোগ। কোচবিহারের যুব সভাপতির নাম থেকে শুরু করে বাঁকুড়া ও শিলিগুড়ির একাধিক সংগঠনিক নেতার ঘনিষ্ঠদের নাম উঠেছে তালিকায়। এমনকি দুর্গাপুরের তৃণমূল শ্রমিক নেতার ছেলের নামও পাওয়া গিয়েছে।
এসএসসি-র এই পদক্ষেপে নিয়োগ মামলায় আরও এক ধাপ এগোল তদন্ত। আদালতের নজর রয়েছে পুরো প্রক্রিয়ায়। আগামী দিনগুলিতে যাঁরা সত্যিই যোগ্য, তাঁদের সুযোগ নিশ্চিত করতে কতটা সক্ষম হয় কমিশন—সেদিকেই এখন রাজ্যের লক্ষ লক্ষ চাকরিপ্রার্থীর দৃষ্টি।