You will be redirected to an external website

হাই ভোল্টেজ ২১ জুলাই! উত্তর দক্ষিণ মিলিয়ে সরগরম রাজ্য রাজনীতি

High voltage on July 21! State politics in full swing, both north and south

প্রতিকি ছবি

একুশে জুলাই তৃণমূলের মেঘা শো। বিধানসভা নির্বাচনের আগে শেষ ২১ জুলাই। নির্বাচনকে সামনে রেখে প্রচারের আলোয় আসতে চাইছে বিজেপি। সেই লক্ষে রাজ্যের অপর প্রান্তে শিলিগুড়িতে ‘উত্তরকন্যা চলো’ অভিযানের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একাধিক ইস্য়ুতে রাজ্য সরকারের বিরোধীতা করে এই অভিযানের ডাক দিয়েছেন বিরোধী দলনেতা। সম্প্রতি একুশে জুলাইয়ের শহিদ স্মরণ অনুষ্ঠানকে কটাক্ষ করে শুভেন্দু বলেছিলেন, ২১ জুলাই তৃণমূল ডিম ভাত খাবে, বিজেপি উত্তরকন্যা যাবে।

সোমবার, আক্ষরিক অর্থেই হাই ভোল্টেজ ২১ জুলাই। উত্তর দক্ষিণ মিলিয়ে সরগরম রাজ্য রাজনীতি। অভিযান বিজেপির যুব মোর্চার নামে হলেও নেতৃত্ব দেবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। উপস্থিত থাকবেন দলের সাংসদ-বিধায়করা। বিজেপি সূত্রে খবর, মিছিল শুরু হবে শিলিগুড়ির তিনবাত্তি মোড় থেকে। উত্তরকন্যাকে বাঁদিকে রেখে সোজা আড়াই কিলোমিটার পথে মিছিল শেষ হবে চুনাভাটি মোড়ে। তারপর ফুটবল গ্রাউন্ডে হবে জনসভা। উত্তরকন্যা অভিযানের জন্য তৈরি হয়েছে থিম সং। শনিবারই সেই গান রিলিজ করেছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

বিজেপির উত্তরকন্যা অভিযানের অনুমতি দেয়নি প্রশাসন। এরপর হাইকোর্টে দ্বারস্থ হন বিরোধী দলনেতা। এরপর শর্ত সাপেক্ষে অনুমতি দেয় আদালত। শর্ত দিয়ে উচ্চ আদালত জানিয়ে দেয়, তিনবাত্তি মোড় থেকে চুনাভাটি ময়দান পর্যন্ত মিছিল করা যাবে। দশ হাজার মানুষ এতে অংশগ্রহণ করতে পারবেন।

AUTHOR :Sukanya Majumder

I am Sukanya Majumdar. I have completed a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. I have also completed a practical course in News Reading and Copy Editing from Fox Media School. Currently, I am working as a Copywriter and Social Media Desk Personnel at Express News.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Read Next

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ...