You will be redirected to an external website

এলাকায় থাকুন, গরিবদের পাশে দাঁড়ান,: পুজো ঘিরে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

Now, the puja begins from the time of Mahalaya, not Shasthi. In this regard,

পুজো ঘিরে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ষষ্ঠী নয়, এখন মহালয়ার সময় থেকেই পুজোর সূচনা হয়ে যায়। সেদিক থেকে কলকাতার পাশাপাশি জেলাতেও এখন চলছে পুজোর শেষ মহূর্তের প্রস্তুতি। এমন আবহে বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠক থেকে দলের মন্ত্রী, বিধায়কদের কী করতে হবে তা জানিয়ে দিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিন নবান্নের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, পুজোর সময় এলাকায় থাকতে হবে, গরিবদের পাশে দাঁড়াতে হবে, তবে আলটপকা মন্তব্য নয়, পরিস্থিতি বুঝে মন্তব্য করতে হবে।

পুজো উপলক্ষ্যে দলের বিধায়ক, মন্ত্রীদের ঠিক কী বললেন মুখ্যমন্ত্রী?

১) এলাকায় থাকুন, নজর রাখুন শান্তির দিকে
পুজোর সময় নেতাদের এলাকায় থাকতে হবে। মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, কোনওভাবেই যাতে গন্ডগোল না হয়, তার দিকে কড়া নজর রাখতে হবে। এলাকায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা মন্ত্রিসভার সদস্যদের দায়িত্ব।

২) গরিবদের পাশে দাঁড়ান নিজের সঞ্চয় থেকে
শুধু দলের টাকায় নয়, নিজের সঞ্চয় থেকেও গরিব মানুষদের পুজোর সময় সাহায্য করতে হবে—এটাই বার্তা। সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর কথা স্মরণ করালেন মমতা।

৩) ‘মুখ খুলবেন বুঝে’, মিডিয়ার সামনে নয়
দলের ভিতরে মতবিরোধ থাকলেও তা প্রকাশ্যে আনা যাবে না। মিডিয়ার সামনে দাঁড়িয়ে কেউ কারও নামে অভিযোগ করলে, দল এবং সরকারের ভাবমূর্তি দুটোই নষ্ট হয় বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তাঁর কড়া হুঁশিয়ারি—"আপনারা সরকার ও দলেরই অংশ। তাই মুখ খুলবেন বুঝে।"

একই সঙ্গে এদিনের বৈঠকে রাজ্যের শিল্প সম্ভাবনা ও কর্ম সংস্থান নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। জানা যাচ্ছে, পর্যটনের পর এবার লজিস্টিকস-কে শিল্পের মর্যাদা দিতে চাইছে রাজ্য। মমতা বলেন, এই সিদ্ধান্ত উত্তর-পূর্ব ভারতের সঙ্গে যোগাযোগের দরজা খুলে দেবে।

এছাড়া তাজপুর-ডানকুনি-রঘুনাথপুর ইকোনমিক করিডরের সংলগ্ন এলাকায় নতুন শিল্প গড়ে তুলতে শিল্প উন্নয়ন নিগমকে প্রায় ২০০ একর জমি বরাদ্দ করা হয়েছে। সরকারের এই পদক্ষেপ শিল্প ও চাকরির বাজারে ইতিবাচক প্রভাব ফেলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Bharatpur Trinamool MLA Jibankrishna Saha visited the court lockup of Trinamool MLA Jibankrishna Saha, who was arrested in a recruitment scam. Read Next

লকআপে গিয়ে জীবনকৃষ্ণর স...