দেশজুড়ে জাঁকিয়ে ঠান্ডা পড়ার প্রবল সম্ভাবনা
উত্তর-পশ্চিমের শীতল হাওয়া বইতে শুরু করায় অবশেষে রাজ্যজুড়ে শীতের আমেজ ক্রমশ বাড়ছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের কাছাকাছি রয়েছে।
আগামী দু-তিন দিনের মধ্যে তাপমাত্রা আরও ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ সৌরিশ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল আসানসোলে ১৬° সেলসিয়াস, পুরুলিয়াতে ১৭° সেলসিয়াস এবং মালদহে ছিল ২০° সেলসিয়াস। এই পারদ পতন আগামী সপ্তাহে আরও তীব্র হবে।
দক্ষিণবঙ্গে শীতের আমেজ সুস্পষ্ট। খুব সকালে উপকূল এবং সংলগ্ন জেলাগুলিতে হালকা কুয়াশা দেখা যেতে পারে। দু-দিন পর থেকে তাপমাত্রা আরও কিছুটা কমতে শুরু করবে। আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে তাপমাত্রা অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস কমার ইঙ্গিত রয়েছে। এর ফলে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামতে পারে এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫/১৬ ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
উত্তরবঙ্গে ইতিমধ্যেই তাপমাত্রা বেশ কিছুটা কম হয়েছে। আগামী কয়েকদিন সেখানে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই এবং আবহাওয়া শুষ্ক ও মেঘমুক্ত থাকবে। তবে, দার্জিলিং ও কালিম্পং-এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। সকালে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি সহ পাঁচ জেলাতেই কুয়াশার পরিমাণ বেশি থাকবে।
উত্তরের পার্বত্য জেলাগুলিতে রবিবারের মধ্যে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামতে পারে এবং সমতল অঞ্চলের তাপমাত্রা ১৩ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আগামী দুই থেকে তিন দিনে উত্তরবঙ্গেও তাপমাত্রা ৩-৪ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।