ইডির তলবে গেলেন না সুজিত পুত্র
মায়ের দেখানো পথেই হাঁটল ছেলে! পুর নিয়োগ দুর্নীতির (Municipal Recruitment Corruption) তদন্তে বুধবার ইডির তলব এড়িয়েছিলেন রাজ্যের মন্ত্রী সুজিত বসুর স্ত্রী (Sujit Basu)। আর বৃহস্পতিবার ইডির (ED) তলবে হাজিরা দিলেন না মন্ত্রী পুত্র সমুদ্র বসু।
ইডি সূত্রে খবর, ব্যক্তিগত কাজের 'কারণে' তাঁকে অন্য দিনে জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে অনুরোধও করেছেন সমুদ্র। এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে হাজিরা এড়িয়েছিলেন সুজিতের স্ত্রী। তবে এ ব্যাপারে মন্ত্রীর স্ত্রী বা পুত্রর কোনও প্রতিক্রিয়া জানা না গেলেও সুজিত বসু বলেছেন, “পালিয়ে যাওয়ার লোক নই আমরা।”
তবে মঙ্গলবার ইডির তলবে হাজিরা দিয়েছিলেন সুজিতের কন্যা মোহিনী বসু। নথিপত্র হাতে সিজিও কমপ্লেক্সে পৌঁছন তিনি। জানা গিয়েছে, গত সোমবার তাঁর স্বামীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছিল ইডি, এবং তিনি হাজিরাও দেন। সূত্রের দাবি, কয়েক মাস আগেই মোহিনীর সঙ্গে বিচ্ছেদ হয়েছে তাঁর। ব্যবসায়িক লেনদেন এবং তাতে দুর্নীতির টাকার সম্ভাব্য ব্যবহার—এই মিল খুঁজতেই তাঁরা তদন্তের অন্তর্ভুক্ত।
২০২৪ সালের জানুয়ারিতে লেকটাউনে সুজিতের দু’টি বাড়িতে দীর্ঘ তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি এবং তাঁর মোবাইল ফোন বাজেয়াপ্ত করে ইডি। সম্প্রতি তদন্তের গতি বাড়াতেই কলকাতার বিভিন্ন জায়গায় ফের হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। সল্টলেক সেক্টর ওয়ানে মন্ত্রীর দফতর এবং গোলাহাটায় সমুদ্রের ধাবায় চলে তল্লাশি। সেখানে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেন তদন্তকারীরা। তারই জেরে ইডির নজরে বসু পরিবার।