জ্ঞানেশ কুমারকে চিঠি পাঠাতেই মমতার পদত্যাগ চাইলেন সুকান্ত
দেশের মুখ্য নির্বাচন কমিশনার (ECI) জ্ঞানেশ কুমারকে (Gyanesh Kumar
) চিঠি লিখে এসআইআর (West Bengal SIR) প্রক্রিয়া স্থগিতের অনুরোধ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই প্রক্রিয়া পরিকল্পনাহীন বলে উল্লেখ করে মমতা চিঠিতে বিএলও-দের (BLO) মৃত্যুর প্রসঙ্গ টেনে এসআইআর প্রক্রিয়া স্থগিতের কথাও বলেন। যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য-রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রীর দাবি শুনে চুপ করে নেই বিরোধীরা।
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মমতার পাঠানো চিঠির ছবি পোস্ট করে এক্স হ্যান্ডেলে লিখেছেন, "SIR প্রক্রিয়ার বিরুদ্ধে তীব্র আপত্তি জানিয়ে এবং তা অবিলম্বে প্রত্যাহারের দাবি তুলে আজ পশ্চিমবঙ্গের ব্যর্থ মুখ্যমন্ত্রী।"
তিনি লিখেছেন, "মহাশয়া নির্বাচন কমিশনকে তিন পৃষ্ঠার একটি পত্র পাঠিয়েছেন। একটি রাজ্যের প্রশাসনিক প্রধান হিসেবে মুখ্যমন্ত্রীর আসনে বসে তিনি বারবার এক সাংবিধানিক প্রতিষ্ঠানকে চ্যালেঞ্জ জানিয়েছেন, সাংবিধানিক বিধিব্যবস্থাকে প্রকাশ্যে অগ্রাহ্য করে নির্বাচন কমিশন ও তার আধিকারিকদের প্রতি লাগাতার হুমকি-হুশিয়ারি ছুড়ে দিয়েছেন। অথচ এই সব ভয় দেখানো এবং চাপ সৃষ্টির কোনো ফলই হয়নি। তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সমস্ত নাটক, ধমক ও উন্মত্ততার পরও সাংবিধানিক কাঠামোর মধ্য দিয়েই SIR প্রক্রিয়া এগোচ্ছে এবং তা সম্পূর্ণ হবেই।"
সুকান্তর কথায়, "প্রকৃতপক্ষে গত কয়েকদিনে মুখ্যমন্ত্রীর অস্বস্তি ও হতাশা চরমে পৌঁছেছে। কারণটি এই মুহূর্তে দিনের আলোর মতোই স্পষ্ট, অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা, যারা এতদিন তৃণমূলের আশ্রয়ে এবং প্রশ্রয়ে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে নিশ্চিন্তে মহাসমারোহে বসবাস করছিল, তারা এখন বিভিন্ন সীমান্তে বর্ডার খুলে যাওয়ার অপেক্ষায়। এই দৃশ্যগুলো মুখ্যমন্ত্রীর আতঙ্ক ও উৎকণ্ঠার অন্যতম প্রধান কারণ। সম্ভবত সেই কারণেই তিনি এখন মরিয়া হয়ে এসআইআর প্রক্রিয়া বন্ধ করার দাবি জানাচ্ছেন।"
মুখ্যমন্ত্রীর উদ্দেশে প্রশ্ন রেখে তিনি বলেন, "তবে কি আপনি এতদিন এই অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটেই জয়ী হয়ে এসেছেন? দয়া করে বিষয়টি অবিলম্বে জনসমক্ষে পরিষ্কার করুন। তৃণমূল কংগ্রেসের হুমকি, হুশিয়ারি, মিথ্যাচার এবং অসংখ্য গুন্ডামির মধ্যেও ভারতের নির্বাচন কমিশন অত্যন্ত দক্ষতার সঙ্গে পশ্চিমবঙ্গে SIR প্রক্রিয়া বাস্তবায়ন করছে। আর যদি মুখ্যমন্ত্রী প্রশাসনিক প্রধান হিসেবে এই বাস্তবতাকে মানতে না পারেন, তাহলে তাঁর উচিত অবিলম্বে পদত্যাগ করা।"
বস্তুত, মমতার এই দাবি নতুন নয়। দিন কয়েক আগেও শিলিগুড়ির সরকারি মঞ্চ থেকে এসআইআর প্রক্রিয়াকে অবাস্তব পরিকল্পনা বলে দাবি করেন তিনি। সেই একই বক্তব্য তুলে ধরে কমিশনকে এ বার চিঠি দিলেন। চিঠিতে এসআইআর প্রক্রিয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। তিনি উল্লেখ করেন, এই প্রক্রিয়া শুধু পরিকল্পনাহীন বা বিশৃঙ্খল নয়, বরং বিপজ্জনকও। এসআইআর প্রক্রিয়াকে হটকারি সিদ্ধান্ত বলেও দাবি করেছেন মুখ্যমন্ত্রী।