সুকান্ত মজুমদার
জলপাইগুড়িতে কিষাণ নিধি প্রকল্পের অনুষ্ঠান থেকে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ সুকান্ত মজুমদারের। শনিবার জলপাইগুড়ি কৃষি বিজ্ঞান কেন্দ্রে আয়োজিত প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি পিএম কিষান প্রকল্পের অনুষ্ঠানে উপস্থিত হলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। উত্তর প্রদেশের বেনারসিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনুষ্ঠিত মূল অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন জেলার কৃষকরা। জলপাইগুড়ি জেলার রামাশাই এলাকার এই কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে স্থাপিত জায়ান্ট স্ক্রিনের মাধ্যমে সম্প্রচার করা হয় প্রধানমন্ত্রীর ভাষণ।
প্রধানমন্ত্রী এদিন দেশের ৯ কোটি ৭০ লক্ষ কৃষকের হাতে পিএম কিষান প্রকল্পের আওতায় তিন কিস্তিতে মোট ছয় হাজার টাকা সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার কথা ঘোষণা করেন। এর মাধ্যমে কৃষকদের আর্থিক সহায়তা প্রদান এবং কৃষি ক্ষেত্রের সার্বিক উন্নয়নের বার্তা দেন তিনি।
অনুষ্ঠান শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার রাজ্য সরকারের বিরুদ্ধে একাধিক ইস্যুতে তীব্র ভাষায় আক্রমণ শানান। ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্প থেকে শুরু করে সাম্প্রতিক সময়ে রাজনৈতিক মহলে বহুল আলোচিত ‘বাঙালি ইস্যু’ নিয়ে সরব হন তিনি। তাঁর অভিযোগ, রাজ্য সরকার কৃষকদের প্রকৃত উপকারে কোনও ভূমিকা নিচ্ছে না, বরং কেন্দ্রের প্রকল্পগুলিকে রাজনৈতিক স্বার্থে বাধা দেওয়া হচ্ছে।
এই অনুষ্ঠান ঘিরে কৃষকদের মধ্যে যথেষ্ট উৎসাহ দেখা যায়। সরকারি সুবিধা সরাসরি পাওয়ার আশ্বাসে সন্তুষ্ট অনেকেই। প্রশাসনের পক্ষ থেকে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থাও। কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য এবং উপস্থিতি রাজ্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।