You will be redirected to an external website

আমি আশ্বস্ত করছি, মোদীজি বড় গ্যারান্টর, আমি ছোট গ্যারান্টর: শুভেন্দু

Suvendu Adhikari Claims 1 25 Crore Names Will Be Removed From Bengal in SIR

আমি আশ্বস্ত করছি, মোদীজি বড় গ্যারান্টর, আমি ছোট গ্যারান্টর

আগে ৯০ লক্ষ নাম বাদ যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু। এবার সেই সংখ্যা চড়ে গেল এক ধাপ। সাফ বলে দিলেন, বিহারে ৫০ লক্ষ নাম বাদ গেলে, বাংলায় ১ কোটি ২৫ লক্ষ রোহিঙ্গা, বাংলাদেশি মুসলিমের নাম বাদ যাবে।

কিন্তু বারংবার তাঁর মুখে কেন ফিরে আসছে এই প্রসঙ্গ? ওয়াকিবহাল মহল বলছে, বিহারের পর বাংলাতেও জমি মাপছে নির্বাচন কমিশন। দিন কতক আগেই রাজ্য়ের মুখ্যসচিবের কাছে চিঠি দিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-র দফতরকে ‘স্বাধীন’ করার নির্দেশ দিয়েছিল কমিশন। তখনই একটু একটু করে গোটা ব্যাপারটা স্বচ্ছ হতে শুরু হয়েছিল। কেউ কেউ বলেন, এবার বাংলাতেও হবে ভোটার সমীক্ষা। তবে গোটাটাই জল্পনা।

আর সেই জল্পনাকে আরও উস্কে দিয়েছে কমিশন। বিহার যখন ভোটার সমীক্ষার কাজ শেষে খসড় তালিকা তৈরির পালা। সেই আবহে বাংলায় কর্মীদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর। জানা গিয়েছে, চারটি জেলার AERO ও BLO, সুপারভাইজাররা এই প্রশিক্ষণে অংশ নেন। যেখানে বিশেষ ও নিবিড় সমীক্ষা নিয়েও এই আধিকারিকদের ট্রেনিং দেওয়া হবে বলে আগেই জানিয়ে দেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল।

কমিশনের পদক্ষেপ, ভোটার ইস্যুতে ‘পায়ে বল’ গেরুয়া শিবিরের। উস্কে উঠল বাংলাতেও ভোটার সমীক্ষা হওয়ার কথা। শনিবারের এই প্রশিক্ষণ পর্বের কথা শোনার পর শুভেন্দু অধিকারী বলেন, ‘বিহারে যদি ৫০ লক্ষ নাম বাদ যায়। বাংলায় তা হলে ১ কোটি ২৫ লক্ষ রোহিঙ্গা, মুসলিম, বাংলাদেশির নাম বাদ যাবে।’ তাঁর সংযোজন, ‘তবে সব ভারতীয় হিন্দু-মুসলিম ও বাংলাদেশ থেকে ধর্মীয় কারণে আসা হিন্দুদের আমি আশ্বস্ত করছি, একটা কারওর কোনও অসুবিধা হলে উপরে মোদীজি গ্যারেন্টর। এই রাজ্যের বিরোধী দলনেতাও ছোট গ্যারেন্টর। ১৫ই আগস্টের পর রাস্তায় নামব। রোহিঙ্গা-মুক্ত বাংলা চাই।’

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

BJP scores big win in Nandigram ahead of assembly elections Read Next

বিধানসভার আগে নন্দীগ্রা...