ছবি দেখিয়ে বললেন শুভেন্দু
প্রাথমিক ও উচ্চ-প্রাথমিক যে সকল শিক্ষক-শিক্ষিকারা রয়েছেন তাঁদের সকলেই টেট উত্তীর্ণ হতে হবে। দু’বছরের মধ্যে প্রশিক্ষণ নিতে হবে। এই বিষয় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক রিভিউ পিটিশনের জন্য ভাবনা চিন্তা করছে। তবে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অভিযোগ, তৃণমূল এই বিষয়ে একটি গ্রুপ খুলে টাকা তুলছে। তারা নাকি দিল্লিও যাবে বুধবার। কেন্দ্রের এই বিষয়ে কীভাবে তারা হস্তক্ষেপ করছে? এই নিয়েই চাকরিপ্রার্থীদের সতর্ক করলেন শুভেন্দু।
আজ শুভেন্দু একটি স্ক্রিনশট দেখান। মুখ্য়মন্ত্রীর লোগো দেওয়া একটি গ্রুপ দেখা যায়। গ্রুপটির নাম ‘সেভ এডুকেশন অ্যান্ড জব’ সেখানেই ৯০০ টাকা করে তোলা হচ্ছে বলে দাবি করেন শুভেন্দু। পশ্চিম মেদিনীপুরের কৃষ্ণেন্দু বিশ প্রথম এই টাকা দিয়েছেন বলেও জানান শুভেন্দু। গ্রুপটির সদস্য ১৮৯ জন।
শুভেন্দু বলেন, “পশ্চিম মেদিনীপুর এগিয়ে। ৯০০ টাকা চাঁদা জমা করেছে। শিক্ষকদের বলছে, গুগল মিটে বলছে এই সপ্তাহে আমরা সুপ্রিম কোর্টে পার্টি হব। তার জন্য ৯০০টাকা অনুদান দেবেন যাঁরা গ্রুপে আছেন। বুধবার দিল্লি যাওয়া হবে।” তৃণমূলেরই লোক পাঠিয়েছেন। নয়ত আমি পাব কী করে? এদের আটকাবেন কী করে? জলে-স্থলে-অন্তরীক্ষে বিভিন্ন ভাবে, বিভিন্ন কায়দায় টাকা টাকা টাকা খালি টাকা। সব পরিচিত মুখ।”
জানা যাচ্ছে, সুপ্রিম কোর্টের এই রায়ের ফলে শিক্ষক মহলে জোর বিতর্ক তৈরি হয়েছে। কারণ, যাঁরা দীর্ঘদিন ধরে চাকরি করছেন তাও পনেরো থেকে কুড়ি বছর তাঁরাও সমস্যায় পড়েছে। সেই কারণে চাকরি হারানোর ভয়ে আতঙ্কিত তাঁরা। এরই মধ্যে টাকা তোলার বিষয়টি প্রকাশ্যে এনেছেন শুভেন্দু অধিকারী