You will be redirected to an external website

অবৈধ ভোটারদের বাঁচানোর চেষ্টা করছেন মমতা’, এবার কমিশনে পাল্টা চিঠি শুভেন্দুর

Mamata has written a letter to the National Election Commission alleging that pressure is being put on the officers on duty and the common people. In that letter, Mamata wrote,

অবৈধ ভোটারদের বাঁচানোর চেষ্টা করছেন মমতা

কর্তব্যরত আধিকারিক ও সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে চিঠি লিখেছেন মমতা। জাতীয় নির্বাচন কমিশনে লেখা সেই চিঠিতে মমতা লিখেছেন, “চলমান এসআইআর প্রক্রিয়া বন্ধ করুন। কারও উপরে জবরদস্তি বন্ধ করুন। যথাযথ প্রশিক্ষণ দিন।” মুখ্যমন্ত্রীর দাবি ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে বিএলও-দের উপর। তাই এসআইআর প্রক্রিয়া বন্ধ করার আর্জি জানিয়েছেন মমতা।

এরপরই পাল্টা চিঠিতে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, আদতে রাজ্যের শাসক দল ভোটের স্বার্থে অবৈধ অনুপ্রবেশকারীদের এতদিন ধরে সুরক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, শুভেন্দু উল্লেখ করেছেন, জায়গায় জায়গায় বাংলাদেশিদের ঘর ছাড়ার হিড়িক বেড়েছে। হাকিমপুরে বাংলাদেশ সীমান্তে ভিড় বাড়ছে, এমন ছবিও সামনে এসেছে। শুভেন্দুর চিঠিতে সেই ঘটনারও উল্লেখ আছে।

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে বিরোধী দলনেতার বক্তব্য, মমতার চিঠি আদতে নির্বাচন কমিশনের উপর মানুষের যে আস্থা, তাতে আঘাত হানছে। সঙ্গে শুভেন্দু এও উল্লেখ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে বিএলও দের হুমকি দিয়েছেন। মুকুল রায়ের মামলার কথাও উল্লেখ করেছেন তিনি।

জলপাইগুড়ির মালবাজারে এক বিএলও আত্মহত্যা করেন সম্প্রতি। বৃহস্পতিবারই আবার কোন্নগরে এসআইআর-এর ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান বিএলও তপতী বিশ্বাস। হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক জানান, সেরিব্রালে অ্যাটাক হয়েছে তাঁর। শরীরের বাম দিক নিঃসাড়। অসুস্থ হয়ে পড়েন আরও এক বিএলও। এরপরই কমিশনে চিঠি লিখেছেন মমতা।

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Opposition leaders are saying, 'PK has become silent after losing'. This silence is not a metaphor, he has really become silent. Read Next

নীতীশ পড়ছেন মুকুট, প্রশ...