অবৈধ ভোটারদের বাঁচানোর চেষ্টা করছেন মমতা
কর্তব্যরত আধিকারিক ও সাধারণ মানুষের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে চিঠি লিখেছেন মমতা। জাতীয় নির্বাচন কমিশনে লেখা সেই চিঠিতে মমতা লিখেছেন, “চলমান এসআইআর প্রক্রিয়া বন্ধ করুন। কারও উপরে জবরদস্তি বন্ধ করুন। যথাযথ প্রশিক্ষণ দিন।” মুখ্যমন্ত্রীর দাবি ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে বিএলও-দের উপর। তাই এসআইআর প্রক্রিয়া বন্ধ করার আর্জি জানিয়েছেন মমতা।
এরপরই পাল্টা চিঠিতে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, আদতে রাজ্যের শাসক দল ভোটের স্বার্থে অবৈধ অনুপ্রবেশকারীদের এতদিন ধরে সুরক্ষা দিয়েছেন। শুধু তাই নয়, শুভেন্দু উল্লেখ করেছেন, জায়গায় জায়গায় বাংলাদেশিদের ঘর ছাড়ার হিড়িক বেড়েছে। হাকিমপুরে বাংলাদেশ সীমান্তে ভিড় বাড়ছে, এমন ছবিও সামনে এসেছে। শুভেন্দুর চিঠিতে সেই ঘটনারও উল্লেখ আছে।
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখে বিরোধী দলনেতার বক্তব্য, মমতার চিঠি আদতে নির্বাচন কমিশনের উপর মানুষের যে আস্থা, তাতে আঘাত হানছে। সঙ্গে শুভেন্দু এও উল্লেখ করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে বিএলও দের হুমকি দিয়েছেন। মুকুল রায়ের মামলার কথাও উল্লেখ করেছেন তিনি।
জলপাইগুড়ির মালবাজারে এক বিএলও আত্মহত্যা করেন সম্প্রতি। বৃহস্পতিবারই আবার কোন্নগরে এসআইআর-এর ফর্ম বিলি করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যান বিএলও তপতী বিশ্বাস। হাসপাতালে ভর্তি করলে চিকিৎসক জানান, সেরিব্রালে অ্যাটাক হয়েছে তাঁর। শরীরের বাম দিক নিঃসাড়। অসুস্থ হয়ে পড়েন আরও এক বিএলও। এরপরই কমিশনে চিঠি লিখেছেন মমতা।