বিহারে খসড়া ভোটার তালিকায় নাম নেই তেজস্বীর!
সংশোধিত ভোটার তালিকায় নেই তেজস্বী যাদবের নাম! বিস্ফোরক দাবি করলেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী। শুক্রবার বিহারে সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করেছে নির্বাচন কমিশন। তারপরেই বিস্ফোরক অভিযোগ এনেছেন আরজেডি নেতা। সাংবাদিক সম্মেলন করে লালুপুত্র প্রশ্ন তোলেন, ভোটার তালিকায় নাম না থাকলে তিনি নির্বাচনে লড়বেন কী করে?
শুক্রবার বিহারের সংশোধিত ভোটার তালিকার খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। তার পরের দিনই সাংবাদিক সম্মেলনে তেজস্বী জানান, তাঁর নামও সংশোধিত ভোটার তালিকার খসড়া থেকে বাদ পড়েছে। যথাযথ নথিপত্র জমা দিয়ে বিএলওর কাছে গিয়ে ফর্ম ভরেছিলেন বলেই জানান লালুপুত্র। কিন্তু ইলেকটোরাল রোলে তাঁর এপিক নম্বরে তাঁর নাম দেখা যাচ্ছে না নির্বাচন কমিশনের ওয়েবসাইটে। নিজের ফোনও দেখান তিনি। তেজস্বীর প্রশ্ন, “ভোটার তালিকায় আমার নাম না থাকলে কী করে ভোটে লড়ব?”
তেজস্বী আরও বলেন, ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে খসড়া থেকে, অর্থাৎ বিহারের মোট ভোটারের ৮.৫ শতাংশ। কমিশন যে তালিকা প্রকাশ করেছে তাতে ভোটারের ঠিকানা, বুথ নম্বর, এপিক নম্বর কিছুই নেই। ফলে কার নাম বাদ পড়েছে সেটা ধরার কোনও উপায় নেই। তেজস্বীর এহেন দাবির পর SIRকে তুলোধোনা করে, তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, বিজেপির হয়ে চক্রান্ত করছে কমিশন। বিরোধীদের ভোটে লড়তেই না দেওয়ার ছক কষছে। তেজস্বীর নাম যদি ভোটার তালিকাতেই না থাকে তাহলে তো নির্বাচনে লড়তে পারবেন না তিনি।
যদিও লালুপুত্রের এই দাবি নস্যাৎ করে দিয়েছে কমিশন। তেজস্বীর নাম রয়েছে এমন একটি নথি প্রকাশ করে কমিশন জানিয়েছে, হয়তো পুরনো এপিক নম্বর দিয়ে সার্চ করেছেন লালুপুত্র তাই নাম খুঁজে পাননি। কিন্তু খসড়ায় নির্দিষ্ট জায়গায় রয়েছে তেজস্বীর নাম। উল্লেখ্য, বিহারে SIR-এর তীব্র বিরোধিতা করে বারবার প্রতিবাদ করেছে ইন্ডিয়া। সংসদ থেকে শুরু করে জনসভা, SIR-এর বিরুদ্ধে সুর চড়িয়েছেন বিরোধী নেতারা।