২৬-এর আগে নতুন সরকারি প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর
হিসেব করলে আর ৮-৯ মাস বাকি। তারপরই বাংলায় বিধানসভা নির্বাচন। সোমবার ২১ জুলাইয়ের (21 July) মঞ্চ থেকে নির্বাচনী লড়াইয়ের একটা রূপরেখা কার্যত এঁকে দিয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর মঙ্গলবার নবান্ন (Nabanna) থেকে সাংবাদিক বৈঠক করে সরকারি নতুন প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। তার নাম - আমাদের পাড়া, আমাদের সমাধান (Amader Para Amader Samadhan)। মমতার দাবি, এমন প্রকল্প গোটা দেশে এই প্রথম।
২ অগস্ট থেকে এই প্রকল্পের কাজ শুরু হবে রাজ্যজুড়ে। এর জন্য ৮ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেমন হবে নতুন কর্মসূচি, সে বিষয়েও বিস্তারিত জানান মমতা। বলেন, তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে। এক দিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায়। সমস্যা শোনার পর সেই কাজ করা হবে। সব কাজ হবে অনলাইন মাধ্যমে, স্বচ্ছতা মেনে। মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারবেন।
মুখ্যমন্ত্রী এও জানান, গ্রামের ছোট ছোট সমস্যার কথা শুনবেন সরকারের আধিকারিকরা। আর যে কাজ হবে তার জন্য ১০ লক্ষ করে টাকা দেবে সরকার। ছোট কাজ বলতে কী, সেটাও বুঝিয়ে দেন মমতা। বলেন, ছোট ছোট পাড়ায় একটা কলের দরকার, বা অল্প রাস্তার প্রয়োজন, সেসব সমস্যার কথা স্থানীয়রা ওই ক্যাম্পে জানাতে পারেন। তারপর আলোচনা করার পর কীভাবে কী কাজ করা যায়, সেটা করবেন সরকারি আধিকারিকরা।
এই প্রকল্পের কথা ঘোষণার সময়ই মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় ‘আত্মনির্ভর ভারত’-এর কথাও। বলেন, ‘‘প্রধানমন্ত্রী বার বার ‘আত্মনির্ভরতা’র কথা বলেছেন, কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি।’’ একই সঙ্গে রাজ্য সরকারের আগের কিছু প্রকল্প যেমন - দুয়ারে সরকারের প্রসঙ্গ টানেন তিনি। স্পষ্ট দাবি করেন, সরকার যে প্রকল্প চালু করেছিল বেশিরভাগ ক্ষেত্রেই তার কাজ হয়েছে।
মুখ্যমন্ত্রী এও জানান, এই প্রকল্পের জন্য রাজ্যব্যাপী একটি টাস্ক ফোর্স গঠন করা হবে, যার নেতৃত্বে থাকবেন মুখ্যসচিব মনোজ পন্থ। এইসব কাজের জন্য যারা পারদর্শী সেই দফতরের থেকে লোক নিয়েই এই টাস্ক ফোর্স হবে। কোথায় কী কাজ হচ্ছে তা এঁরাই মনিটরিং করবেন বলে জানান তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়ের আশা, এর মাধ্যমে সরকার ৮০ হাজার বুথে পৌঁছে যেতে পারবে। তিনি এও জানান, এই কাজের জন্য দু-মাস সময় ধরা হয়েছে। মাঝে পুজোর সময় কিছুটা বন্ধ থাকবে। তাঁর বার্তা, সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না, সরকার তাদের কাছে পৌঁছে যাবে। পরিকল্পনা থেকে রূপায়ণ, সব কাজই শেষ হবে ৬০ দিনের মধ্যে।