সবজির মোড়কে শীতের জাদু, বাঁধাকপি-ফুলকপির রোলে মন ভাল করা স্ন্যাক্স |
উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত, সপ্তাহান্তে কেমন থাকবে আবহাওয়া?
উত্তুরে হাওয়ার দাপটে রাজ্যজুড়ে জাঁকিয়ে শীত
উত্তুরে হাওয়ার দাপটে গোটা রাজ্য জুড়েই শীতের আমেজ স্পষ্ট। রাতের তাপমাত্রা স্বাভাবিকের নিচে নামছে, দিনের বেলাতেও ঠান্ডার ছোঁয়া থাকছে। তবে তাপমাত্রার খুব ওঠানামার সম্ভাবনা নেই। আগামী কয়েক দিন সর্বনিম্ন তাপমাত্রা এক থেকে দু’ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে।
আবহাওয়া দফতরের মতে, উত্তর-পশ্চিম ভারতে সক্রিয় রয়েছে পশ্চিমী ঝঞ্ঝা, পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের উপর দিয়ে বইছে ওয়েস্টারলি জেট স্ট্রিম। এই দুইয়ের প্রভাবেই রাজ্যে শীতের অনুভূতি বজায় থাকবে।
দক্ষিণবঙ্গে আগামী এক সপ্তাহ জমাট শীতের ছবি বদলাবে না। রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে। পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে নামতে পারে। উপকূলবর্তী জেলাগুলিতে সেই তাপমাত্রা থাকবে ১৪ থেকে ১৬ ডিগ্রির ঘরে।
সকালের দিকে পশ্চিমের জেলা ও উপকূল সংলগ্ন এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দৃশ্যমানতা সামান্য কমতে পারে, তবে ঘন কুয়াশা নিয়ে কোনও সতর্কতা জারি করা হয়নি। আবহাওয়া আপাতত পুরোপুরি শুষ্ক, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৪ ডিগ্রি সেলসিয়াস। সামান্য বাড়লেও পারদ এখনও ১৫ ডিগ্রির ঘরেই। ডিসেম্বরে এই নিয়ে দু’বার তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রির ঘরে। আগামী কয়েক দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৪ থেকে ১৬ ডিগ্রির মধ্যেই থাকবে।
সকালে হালকা কুয়াশা বা ধোঁয়াশা থাকতে পারে, পরে আকাশ পরিষ্কার থাকবে। সকাল ও সন্ধ্যায় শীতের অনুভূতি স্পষ্ট, দিনের বেলাতেও ঠান্ডা কমবে না।
উত্তরবঙ্গে শীতের পাশাপাশি কুয়াশার দাপট বেশি থাকবে। সব জেলাতেই সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে কুয়াশা ঘন হতে পারে। পার্বত্য এলাকায় কোথাও কোথাও দৃশ্যমানতা ২০০ মিটার পর্যন্ত নেমে আসার আশঙ্কা।
তবে উত্তরবঙ্গেও আবহাওয়া থাকবে শুষ্ক। তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন নেই। সকাল ও রাতে শীত থাকলেও দিনের বেলায় শীতের অনুভূতি কিছুটা কমবে।
দার্জিলিং জেলা ও সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ওপরের দিকের পাঁচ জেলায় তাপমাত্রা থাকবে ৯ থেকে ১১ ডিগ্রির ঘরে। মালদা ও সংলগ্ন নিচের দিকের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে।