বড়দিনের পার্টিতে নলেন গুড়ের ব্রাউনি দিয়েই মিষ্টিমুখ! অতিথিদের মন জিততে জেনে নিন সহজ রেসিপি |
নজরে ২৬-এর নির্বাচন, নতুন বছরের শুরুতেই বড় বৈঠকে বসতে চলেছে কমিশন, যোগ দেবেন রাজ্যের সিইও
যোগ দেবেন রাজ্যের সিইও
আর কয়েকদিন কাটলেই নতুন বছর। আর ২০২৬ সাল পশ্চিমবঙ্গবাসীর (West Bengal) জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। কারণ এই বছরই বিধানসভা নির্বাচন (WB Polls 2026)। এই মুহূর্তে রাজ্যে চলছে এসআইআরের (SIR) কাজ। তা চলবে আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত। ১৪ তারিখ চূড়ান্ত ভোটার তালিকা (Voter List) প্রকাশ। তবে তার আগে জানুয়ারি মাসেই বড় বৈঠক করতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন (ECI)।
আগামী ৫ জানুয়ারি নির্বাচন সংক্রান্ত বৈঠক হতে চলেছে দিল্লিতে (New Delhi)। রাজ্যের পুলিশ নোডাল অফিসার আনন্দ কুমার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি, রাজ্যের সিইও মনোজ আগরওয়াল (CEO Manoj Agarwal) সহ নির্বাচন কমিশনের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। কেন্দ্রীয় বাহিনী সহ একাধিক বিষয়ে আলোচনা হতে পারে ওই বৈঠকে।
এর আগে ২৫টি এজেন্সির (Agency) সঙ্গে ভোট প্রস্তুতির বৈঠকে বসেছে রাজ্য নির্বাচন কমিশন (CEO)। ওই বৈঠকে ছিলেন সিআইএসএফ-এর এয়ারপোর্ট ডিআইজি অজয় কুমার, অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী, পূর্ব রেলের আরপিএফ-এর চিফ সিকিউরিটি কমিশনার ডিআইজি রফিক আহমেদ আনসারি, বিএসএফ সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি ভূপেন্দ্র যাদব এবং রাজ্য পরিবহন দফতরের সচিব আইএএস সৌমিত্র মোহন।
ঘটনা হল, লোকসভা হোক বা বিধানসভা, ভোটের আগে এই এজেন্সিগুলিকে কাজে লাগায় কমিশন। নজরে রাখে কোথাও কোনও বেআইনি কারবার, পাচার বা লেনদেন হচ্ছে কিনা। তাই এই প্রস্তুতি বৈঠক তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।
প্রসঙ্গত, গত ৪ নভেম্বর থেকে এই রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছিল। আগে বলা হয়েছিল, ৪ ডিসেম্বরের মধ্যে এনুমারেশন ফর্ম নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। ৯ ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ২০২৬ সালের ৭ ফেব্রুয়ারি প্রকাশিত হবে চূড়ান্ত ভোটার তালিকা। তবে নতুন ঘোষণায় গোটা প্রক্রিয়াই সাত দিন করে পিছিয়ে দেওয়া হয়।
এনুমারেশন ফর্ম জমা নেওয়া এবং কমিশনের ওয়েবসাইটে আপলোড করার প্রক্রিয়া শেষ করতে হয়েছে ১১ ডিসেম্বরের মধ্যে। ১২ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত চলেছে খসড়া ভোটার তালিকা প্রস্তুত করার কাজ। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে ১৬ ডিসেম্বর। এই তালিকা সংক্রান্ত যাবতীয় অভিযোগ, আপত্তি কমিশনে জানানো যাবে ১৫ জানুয়ারি পর্যন্ত।