You will be redirected to an external website

মোদির জনসভার পর খেলার মাঠের অবস্থা শোচনীয়! সমালোচনায় সরব ক্রিড়া মহল

Sports fraternity criticizes the deplorable condition of the playground after Modi's rally

মাঠের অবস্থা শোচনীয়

প্রধান মন্ত্রীর জনসভা হয়েছে। বিজেপির সকল নেতা মন্ত্রীরাও উপস্থিত ছিলেন সেখানে। কিন্তু সেই সভার জন্য খেলার মাঠের দফারফা অবস্থা। যার জেরে ক্ষুব্ধ শহরের ক্রিড়া মহল। তাদের দাবি একদিনের সভার জন্য মাঠের যা হাল তাতে মাঠকে খেলার উপযোগী করতে বছর খানেক সময় লাগবে। 

শুক্রবার দুর্গাপুরের নেহরু স্টেডিয়ামে ছিল প্রধান মন্ত্রীর দুটি সভা ছিল। একটি সরকারি সভা অন্যটি রাজনৈতিক সভা। যদি তিনি সরকারি সভার থেকে রাজনৈতীক সভাতেই বেশি সময় ব্যায় করেন। কিন্তু ডিএসপির এই স্টেডিয়ামে প্রধানমন্ত্রীর সভা নিয়ে তাঁর আপত্তি আগেই জানিয়েছিল ক্রীড়ামহল। তার তোয়াক্কা না করেই মোদির সভা হয়। সভা শেষে মাঠের অবস্থা দেখে মাথায় হাত খেলোয়ারদের। 

সেই মাঠের ঘাস, মাটি তুলে বালি, পাথর ফেলে তৈরি হয়েছে প্রধানমন্ত্রীর জনসভার মঞ্চ ও হ্যাঙ্গার। মাঠের জলনিকাশি ব্যবস্থার দফারফা করে প্রধানমন্ত্রীর আসার মসৃণ পথ বানানো হয়েছে। জনসভা আয়োজনের স্বার্থে সাত দিন ধরে প্রায় গোটা মাঠ জুড়ে দক্ষযজ্ঞ চলেছে। এখন যা পরিস্থিতি, তাতে মাঠকে আগের চেহারায় ফেরাতে বছরখানেক লাগবে। বহু অ্যাথলিট, ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়রা এই মাঠে নিয়মিত অনুশীলন করেন। এমতাবস্থায় স্বভাবতই তাঁরা মুষড়ে পড়েছেন।

এদিকে  বর্ধমান দুর্গাপুরের তৃণমূল সাংসদ কীর্তি আজাদ। তিনি বলেন, “এই কেন্দ্রীয় সরকারের কোনও ক্রীড়ানীতি নেই। ক্রীড়াকে উন্নত করার চেয়ে এরা দেশের ক্রীড়ার ভবিষ্যৎ নষ্ট করতেই বেশি তৎপর। না হলে একটা আস্ত স্টেডিয়াম নষ্ট না করে অন্য মাঠে জনসভা করা যেত।” 

AUTHOR :Sukanya Majumder

I am Sukanya Majumdar. I have completed a Bachelor's degree in Mass Communication from Burdwan University and a Diploma in Media Science from MAKAUT. I have also completed a practical course in News Reading and Copy Editing from Fox Media School. Currently, I am working as a Copywriter and Social Media Desk Personnel at Express News.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

Cheetah takes child from backyard, forest department questioned over safety concerns Read Next

বাড়ির উঠোন থেকে খুদেকে ...