বেহালার কালী মন্দিরে ভয়ঙ্কর চুরি, ভাঙা হল মূর্তি
বেহালার কালী মন্দিরে গেট ভেঙে চুরি। ভাঙা অবস্থায় মিলল কালী মূর্তি। দেখে কেঁদে ভাসালেন স্থানীয়রা। তালা না ভেঙে, শাবল দিয়ে গেট ভাঙা হয়েছে বলে মনে করা হচ্ছে।
ঘটনাটি বেহালা সরশুনার। বৃহস্পতিবার দুপুর নাগাদ মন্দিরের সামনে দিয়ে যাওয়ার সময় গেট এদিক ওদিক অবস্থায় দেখেন স্থানীয়দের একাংশ। আশপাশের লোকজন ও মন্দিরের সেবা-যত্নের দায়িত্বে থাকা লোকজনকে খবর দিলে তাঁরা এসে দেখেন মূর্তি ভাঙা অবস্থায় পড়ে রয়েছে, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অন্যান্য সামগ্রী।
মন্দিরের মেঝে ও আশপাশ দেখে স্পষ্ট, অন্য কেউ মন্দিরে ঢুকেছিল এবং সব ওলটপালট করেছে। তারপরই মূর্তি লক্ষ্য করে তাঁরা দেখতে পান একটি গয়নাও নেই। সমস্ত লুট করা হয়েছে।
সকাল থেকে সব ঠিকই ছিল, দুপুরে এলাকা ফাঁকা থাকে, সেই সুযোগ নিয়ে এই ভয়ঙ্কর চুরি হয়েছে বলে মনে করা হচ্ছ। মূর্তি দেখে কেঁদে ফেলেন অনেকে। সকলের একটাই কথা, 'ঠাকুরের মূর্তি ভাঙার সাহস হল কী করে! ভগবানকেও ছাড়বে না?'