You will be redirected to an external website

‘কোনও সমস্যা হচ্ছে?’ ঝাড়খণ্ডে হাসপাতাল ‘পরিদর্শন’ স্বাস্থ্যমন্ত্রীর ছেলের, বিতর্ক তুঙ্গে

Health Minister's son 'inspects' hospital in Jharkhand, controversy escalates

ঝাড়খণ্ডে হাসপাতাল ‘পরিদর্শন’ স্বাস্থ্যমন্ত্রীর ছেলে

মন্ত্রীর পুত্র। এটাই তাঁর পরিচয়। আর এই পরিচয়ের জোরেই সরকারি হাসপাতাল ‘পরিদর্শন’ কবাঁধতেরলেন ঝাড়খণ্ডের স্বাস্থ্যমন্ত্রী ইরফান আনসারির ছেলে ক্রিস আনসারি। অভিযোগ এমনই। বিতর্ক দানা তিনি স্বাস্থ্য সময় লাগেনি। শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। তবে ছেলের পাশেই দাঁড়িয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। পাল্টা জোর গলায় বলেছেন, ‘কী এমন করেছে, কাউকে খুন তো করেনি।’

জানা গিয়েছে, শনিবার রাঁচির পারস হাসপাতালে যান ক্রিস। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে মন্ত্রীর ছেলের হাসপাতাল ‘পরিদর্শন’-এর সেই ভিডিয়ো। তাতে দেখা যাচ্ছে, দেহরক্ষী এবং বন্ধুদের নিয়ে হাসপাতালে ঘুরছেন তিনি। কথা বলছেন রোগীদের সঙ্গে। ক্রিস নিজেও ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে এক রোগীকে তিনি জিজ্ঞেস করছেন, ‘কোনও সমস্যা হচ্ছে? হলে বলুন। কোনও ভয় নেই।’ পাশ থেকে তাঁর বন্ধু বলে ওঠেন, ‘হ্যাঁ, হ্যাঁ নির্ভয়ে বলুন, মন্ত্রীর বড় ছেলে এসেছেন। ভয় পাবেন না।’

https://x.com/YogendraaPratap/status/1946479155497079217

এই ভিডিয়ো ভাইরাল হতেই শোরগোল পড়ে যায়। শাসকদল ঝাড়খণ্ড মুক্তি মোর্চার বিরুদ্ধে একের পর এক তোপ দাগতে শুরু করে বিরোধীরা। ঝাড়খণ্ডের বিজেপি মুখপাত্র অজয় শাহের প্রশ্ন, ‘একজন সাংবিধানিক পদে থাকা ব্যক্তির ছেলে কী ভাবে সরকারি হাসপাতাল পরিদর্শন করলেন? এ বার কী থানায় গিয়ে FIR লিখবেন?’ এর পরেই ভিডিয়ো ডিলিট করে দেন মন্ত্রীপুত্র।তবে ছেলের কোনও দোষ দেখছেন না স্বাস্থ্যমন্ত্রী। তিনি জানিয়েছেন, ক্রিসের এক শিক্ষক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সেই খবর পাওয়া মাত্র ছুটে গিয়েছিলেন তাঁর ছেলে। তখনই কয়েকজন আদিবাসী রোগীকেও সাহায্য করেন।

বিরোধীদের সমালোচনা উড়িয়ে স্বাস্থ্যমন্ত্রীর পাল্টা প্রশ্ন, ‘এতে দোষের কী আছে? কেউ হাসপাতালে যেতে পারে না? সাহায্য করতে পারে না? ক্রিস কাউকে গাড়ি চাপা দেয়নি, খুন করেনি। কোনও দলিতকে অপমান করেনি। শুধু মানবিক কারণে হাসপাতালে গিয়েছিল। এতে তো সবার প্রশংসা করা উচিত।’

AUTHOR :Rima Ghatak

Rima Banerjee is a content writer at Express News, with over 3 years of experience in digital journalism. She holds a Bachelor's degree in Mass Communication from Kazi Nazrul University. Passionate about news and storytelling, Rima is dedicated to delivering accurate, engaging, and timely content that connects with readers across platforms.

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হিমাচল! মান্ডিতে হাড়পা বানে তলিয়ে গেল বাড়ি, নিখোঁজ বহু, সরকারের হিসেব অনুযায়ী মৃতের সংখ্যা ২৩ জন Read Previous

মেঘভাঙা বৃষ্টিতে বিপর্য...

On July 21, Dilip Ghosh himself announced what he would do. Read Next

'২১ তারিখ তো এখনও যায়নি…২...