ত্বকে বয়সের ছাপ? শুধু দামি ক্রিম মাখলেই কাজ হবে না, বদলাতে হবে লাইফস্টাইল |
'সবচেয়ে ব্যর্থ, অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ', অনুপ্রবেশকারী ইস্যুতে পাল্টা অভিষেক
অনুপ্রবেশকারী ইস্যুতে পাল্টা অভিষেক
রাজ্যে (West Bengal) এসে অনুপ্রবেশকারী (Illegal Immigrants) ইস্যুতে তৃণমূল কংগ্রেস সরকারকে (TMC) আবারও দোষারোপ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। তবে তাঁকে পাল্টা দিয়ে বড়জোড়ার সভা থেকে খোদ মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) পহেলগাম, দিল্লি কাণ্ডের প্রসঙ্গ তুলে প্রশ্ন ছোড়েন। এদিকে, নয়াদিল্লি যাওয়ার আগে বিমানবন্দর থেকে একই সুরে স্বরাষ্ট্রমন্ত্রীকে বিঁধেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhisekh Banerjee)।
শুধু কি বাংলায় অনুপ্রবেশকারী রয়েছে - এই প্রশ্ন তুলে অভিষেক বলেন, পহেলগামে, দিল্লিতে যে ঘটনা ঘটেছে তার দায় কে নেবে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রকের দায়িত্বে যে রয়েছেন (অমিত শাহ), তাঁকেই তো নিতে হবে। এইসব জায়গায় তো আর মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস সরকার (TMC) নেই। এই প্রসঙ্গেই অভিষেকের কটাক্ষ - স্বাধীনতার পর ভারতবর্ষের সবচেয়ে ব্যর্থতম এবং অপদার্থতম স্বরাষ্ট্রমন্ত্রীর নাম অমিত শাহ (Amit Shah)।
অভিষেকের দাবি, ''বিজেপির সাংসদরাই বলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী একজন ঘুসপেটিয়া। তিনি এসে বলছেন বাংলায় অনুপ্রবেশকারী আটকাবেন।'' তিনি মনে করিয়ে দেন, ২০১৪ সাল থেকে কেন্দ্রের ক্ষমতায় বিজেপি, শেষ ৬ বছর ধরে অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী। তাই কোথাও অনুপ্রবেশ হলে, দায় তাঁকেই নিতে হবে। অন্য কিছু বলে কাউকে বোকা বানানো যাবে না। তার থেকে আগে উচিত পদত্যাগ করা।
যদিও অনুপ্রবেশ নিয়ে অমিত শাহ স্পষ্ট ব্যাখ্যা দিয়েছেন কলকাতার সাংবাদিক বৈঠক থেকে। জানান, রাজ্য সরকারের কাছে জমি চেয়েও পাওয়া যাচ্ছে না। বলেন, “সাত সাতটা চিঠি মমতাজিকে লিখেছি। গত ছয় বছরে স্বরাষ্ট্রসচিব তিন বার বাংলায় এসে বৈঠক করেছেন। তার পরেও তৃণমূলের সরকার জমি দিচ্ছে না।” আদতে মুখ্যমন্ত্রীর দায়ও মনে করিয়ে দিতে চেয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।